Malda news :লুকিয়ে শৌচালয়ে ঢুকে মহিলাদের ছবি তোলার চেষ্টা যুবকের, শেষমেশ যা ঘটল...!

Malda Incident: শহরের সুপার মার্কেটের এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Malda Incident: শহরের সুপার মার্কেটের এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

author-image
Madhumita Dey
New Update
Malda news, Bengali news today, arrested, police, west bengal news today, মালদার খবর, যুবক গ্রেপ্তার, শৌচালয় মহিলাদের ছবি তোলার চেষ্টা যুবকের, যুবককে গণপিটুনি জনতার

Malda Incident : থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা।

মহিলাদের শৌচাগারে মোবাইলে ছবি তুলতে গিয়ে ধরা পড়লো এক যুবক। এরপর ক্ষিপ্ত জনতা ওই যুবককে ব্যাপক গণপিটুনি দেয় বলে অভিযোগ। পরে এই উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ।

Advertisment

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি নেতাজি সুপার মার্কেট সংলগ্ন এলাকায়। এই ঘটনায় পুরাতন মালদা শহরের মঙ্গলবাড়ী এলাকার এক গৃহবধূ ওই যুবকের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার মোবাইলটি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম রাবিস মণ্ডল (২৪) । এক মহিলার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পড়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি ইংরেজবাজার শহরের ২৫ নম্বর ওয়ার্ডের কুলিপাড়া এলাকায়। এদিন রাতে নেতাজি সুপার মার্কেটে মহিলাদের শৌচাগারে লুকিয়ে মোবাইলে ছবি তুলছিল ওই যুবক। সেই সময় এক মহিলা শৌচাগারে ওই যুবককে দেখে ফেলে।

Advertisment

তার সঙ্গে শুরু হয় বচসা। পরিস্থিতি বেগতিক দেখে ওই মহিলাকে ধাক্কা মেরে পালাবার চেষ্টা চালায় অভিযুক্ত যুবক। তখনই ঝাঁপিয়ে পড়ে ওই মহিলা যুবককে ধরে ফেলে। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। এরপরই কিছু স্থানীয় মানুষ ওই যুবকের মোবাইল ঘেঁটে দেখে বেশ কিছু অশালীন ছবি। এরপরই ক্ষিপ্ত জনতা ওই যুবককে শৌচাগারের গ্রীলের সঙ্গে বেঁধে ব্যাপক গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে উদ্ধার করে। 

অভিযোগকারী মহিলার বক্তব্য, তিনি নেতাজী সুপার মার্কেটের একটি হোটেলে কর্মরত। তার মতোন এই মার্কেটে অসংখ্য মহিলারা কাজ করেন। তাদের জন্য ওই মার্কেটের আলাদা একটি মহিলাদের শৌচাগার রয়েছে। এদিন রাত নটা নাগাদ ওই শৌচাগারে যখন আমি যায়, তখনই ওই যুবক আমার ছবি মোবাইলে তুলছিল। এটা দেখতেই ওকে দৌড়িয়ে এসে চেপে ধরি। পালাবার চেষ্টা করলে আশেপাশের লোকজন ছুটে আসে। আমার মতন আরও অনেক মহিলার হয়তো ওই যুবক মোবাইলে অশালীন ছবি তুলেছে বলে মনে করছি। এ ব্যাপারে পুলিশকে অভিযোগ জানিয়েছে। ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Bengali News Today Arrested Malda