Advertisment

মাঝরাতে ভয়ঙ্কর শব্দ, বিস্ফোরণে কাঁপল এলাকা, যুবকের 'কীর্তি' জানলে ভিরমি খাবেন

ইউটিউব দেখে বোমা বানিয়ে শ্রীঘরে যুবক। ঘটনাটি ঘটেছে জয়নগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের পিলিপাড়ায়। ধৃত যুবকের নাম প্রবীর চট্টোপাধ্যায়। তাঁর বাড়ি থেকে উদ্ধার বোমা বানানোর মশলা। ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal

ধৃত যুবকের নাম প্রবীর চট্টোপাধ্যায়।

ইউটিউব দেখে বোমা বানিয়ে শ্রীঘরে যুবক। ঘটনাটি ঘটেছে জয়নগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের পিলিপাড়ায়। ধৃত যুবকের নাম প্রবীর চট্টোপাধ্যায়। তাঁর বাড়ি থেকে উদ্ধার বোমা বানানোর মশলা। ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।

Advertisment

পরিবার সূত্রে জানা গিয়েছে, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকত সে। ঘর বন্ধ করে মোবাইল ঘাটত। কেউ ঘরে ঢুকলেই বিরক্ত হত প্রবীর। জয়নগর থানার সূত্রে জানা গিয়েছে সম্প্রতি কিছু যুবকের সঙ্গে তাঁর ঝামেলা বাধে। তাঁদের শায়েস্তা করার জন্য বোমা বানানোর উদ্যোগ নেয় সে। ইউটিউব দেখে বোমা বানানোর কৌশল থেকে এবং প্রয়োজনীয় কাঁচামাল জোগাড় করে। তারপর এলাকাতেই পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটায়। মাঝরাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আচমকা এই বিস্ফোরণের ঘটনায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। ফাঁকা জায়গায় জঙ্গলের মধ্যে বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত প্রবীরকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ।

আরও পড়ুন Shots aimed at the police: যেন পুরো হিন্দি সিনেমার সিকোয়েন্স! আসামী ধরতে পুলিশ যেতেই এলোপাথাড়ি গুলি, তারপর?

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রবীর পুরীতে কাজ করত। মাঝেমধ্যে সে বাড়িতে আসত। সম্প্রতি বাড়িতে এসে এই ঘটনা ঘটায় সে। অভিযুক্ত যুবক জেরার সময় ইউটিউব দেখে বোমা বানানোর বিষয়টি শিখেছে বলে জানিয়েছে বলে জানান জয়নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থসারথি পাল। তিনি আরও বলেন কোথা থেকে মশলা ও সরঞ্জাম জোগাড় করা হল তা খতিয়ে দেখা হচ্ছে।।

West Bengal Police West Bengal YouTube
Advertisment