Digital Strike: ফেসবুক পোস্টে 'পাক প্রীতি' বাংলার যুবকের, নজরে আসতেই পুলিশের জালে অভিযুক্ত

Operation Sindoor: শ্রীনগরে পাক হামলার পাল্টা যোগ্য জবাব। ভারতের জবাবে দিশেহারা পাকিস্তান। আজ সকাল ১০টায় বিদেশমন্ত্রকের সাংবাদিক সম্মেলন।

Operation Sindoor: শ্রীনগরে পাক হামলার পাল্টা যোগ্য জবাব। ভারতের জবাবে দিশেহারা পাকিস্তান। আজ সকাল ১০টায় বিদেশমন্ত্রকের সাংবাদিক সম্মেলন।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
operation-sindoor

'পাকিস্তান জিন্দাবাদ'! ফেসবুক পোস্টে 'পাক প্রীতি' বাংলার যুবকের, তড়িঘড়ি বিরাট অ্যাকশনে উচিত শিক্ষা

India pakistan Tension: ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের প্রশংসা! তাও আবার উত্তপ্ত আন্তর্জাতিক পরিস্থিতির মাঝেই। দেশবিরোধী পোস্ট করার অভিযোগে রবিবার রাতে তাঁকে গ্রেপ্তার করেছে কাটোয়া থানার পুলিশ। বর্তমানে ধৃতের বিরুদ্ধে একাধিক দেশদ্রোহিতার ধারায় মামলা রুজু হয়েছে।

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত মিলন শেখ পেশায় এক জন কাঠমিস্ত্রি। রবিবার তাঁর ফেসবুক টাইমলাইনে একটি বিতর্কিত পোস্ট নজরে আসে, যেখানে লেখা ছিল –“যুদ্ধে জড়াতে না জড়াতেই পাকিস্তানের কাছে পরাজয় স্বীকার করল ভারত”, “খুশিতে একটা নাগিন ডান্স দেওয়া যাক”।

আত্মায় আঘাত! পাকিস্তানকে কাঁদিয়ে ছাড়ার 'আগুনে জেদ' ভারতের, পালটা প্রত্যাঘাতে দিশেহারা

Advertisment

এই মন্তব্য ঘিরে ক্ষোভে ফেটে পড়েন কাটোয়ার মোকামপাড়ার বাসিন্দারা। মিলনের ভারত-বিরোধী মনোভাব দেখে তাঁরা তাঁর বাড়িতে বিক্ষোভ দেখাতে যান। তবে সে সময় মিলন বাড়িতে ছিলেন না।

বিষয়টি জানার পর এলাকায় পৌঁছায় কাটোয়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে রাতেই মিলন শেখকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাঁর মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেছে।

জম্মু- কাশ্মীরে ফের বিস্ফোরণের বিকট শব্দে তীব্র আতঙ্ক, শহর জুড়ে ব্ল্যাকআউট, মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা

সোমবার কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে, পুলিশ ধৃতকে ৭ দিনের হেফাজতে চায়। আদালত সেই আবেদন মঞ্জুর করে। উল্লেখযোগ্যভাবে, মিলনের পক্ষে কোনও আইনজীবী আদালতে হাজির ছিলেন না। আদালতের বাইরে সাংবাদিকদের প্রশ্নে ধৃত মিলন বলেন, “ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন”।

কই রকম একটি অভিযোগ উঠেছে দাঁইহাট শহরের পাইকপাড়ার সরিফ শেখ নামক এক যুবকের বিরুদ্ধেও। তাঁর বিরুদ্ধেও ভারত-বিরোধী পোস্ট করার অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি মুম্বইয়ে রয়েছেন।  সূত্রের খবর, পূর্ব বর্ধমান জেলা পুলিশ বিষয়টি জানিয়ে দেয় মুম্বই পুলিশকে। ইতিমধ্যেই সরিফ শেখকে মুম্বইয়ে আটক করা হয়েছে, এবং তাঁকে আনতে কাটোয়া থানার একটি পুলিশ দল মুম্বই রওনা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী কোনও পোস্ট বরদাস্ত করা হবে না। অভিযুক্তদের মোবাইল ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। তদন্ত চলছে—এই পোস্টের নেপথ্যে অন্য কারও ইন্ধন আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

OPERATION SINDOOR