Advertisment

ধুঁয়াধার কায়দায় ATM থেকে টাকা চুরি, তক্কে তক্কে ছিল ব্যাঙ্কও, যুবক ঢুকতেই…

অভিনব কায়দায় এটিম থেকে টাকা চুরি। বছর উনিশের যুবকের এমন ছকে নাস্তানাবুদ হচ্ছিল ব্যাঙ্ক।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Youth arrested in Chinsurah for stealing money from ATM

বাঁদিকে সেই এটিএম আর ডানদিকে 'কীর্তিমান' সেই যুবকের ছবি।

অভিনব কায়দায় এটিম থেকে টাকা চুরি। বছর উনিশের যুবকের এমন ছকে নাস্তানাবুদ হচ্ছিল ব্যাঙ্ক। এটিএম থেকে টাকা বেরনোর মুহূর্তেই জারিজুরি শুরু করে দিত ওই তরুণ। টাকা উঠত, তবে ব্যাঙ্কের খাতায় লেনদেনের সঠিক হিসেব নথিভুক্ত হত না। সোমবারেও হুগলির চুঁচুড়ার ওই এটিএম থেকে এমন ১৯টি বিস্ময় লেনদেন হয়েছিল। তারপরেই ওঁত পেতেছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষও। মঙ্গলবার ব্যাঙ্কের সামনে থাকা এটিএমে ঢুকতেই জালে যুবক।

Advertisment

কীভাবে এটিএম থেকে টাকা হাতিয়ে নিত যুবক?

এটিএমের টাকা বেরনোর অংশটি কোনওভাবে সে জ্যাম করে দিত। নির্দিষ্ট তথ্য দিয়ে টাকা বেরনোর সময়েই হাত বা কিছু ঢুকিয়ে দিত ওই যুবক। তবে এবার সে ধরা পড়ে যায়। সিসিটিভিতে ওই যুবককে টাকা চুরি করতে দেখে ফেলেন ব্যাঙ্ককর্মীরা। তড়িঘড়ি ব্যাঙ্কের সামনে থাকা ওই এটিএমে ঢুকে ওই যুবককে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা।

তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই যুবকের নাম সোনু। সে আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। এটিএমে টাকা বেরোনোর প্রক্রিয়া শুরু হতেই সে মেশিনটির শার্টার জ্যাম করে দিত। এরপর টাকা বেরিয়ে যেত। অথচ সংশ্লিষ্ট ব্যাঙ্কের কম্পিউটারে বিস্ময় (সাসপেক্ট) লেনদেন দেখাত। এরপর ব্যাঙ্কে গিয়ে সেই ডিটেলস দিয়ে টাকা নিয়ে নিত সে।

আরও পড়ুন- Premium: নবাবের নাছোড় প্রেমেই বাংলার এপ্রান্তে এই সবজির চাষ শুরু, ঈর্ষায় জ্বলতেন বেগমরাও!

মঙ্গলবার চুঁচুড়ার চকবাজারের ওই সমবায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুলিশের হাতে তুলে দেয় সোনুকে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারেও ওই এটিএম যন্ত্রে মোট ১৯ টি বিস্ময় লেনদেন হয়েছে। ওই যুবককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এভাবে এর আগে আর কোন কোন ব্যাঙ্কের এটিএমে ঢুকে সে এই কান্ড ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে। এর সঙ্গে আর কারও যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- এমন তাকলাগানো প্রাকৃতিক শোভা কমই দেখেছেন! অপরূপ এই পাহাড়ি গ্রাম উত্তরবঙ্গের নতুন আবিষ্কার!

ATM Arrest West Bengal Hoogly
Advertisment