Advertisment

কিছুতেই সারছে না 'রোগ'! আবারও চোর অপবাদে গাছে বেঁধে মার যুবককে

Beaten: গত কয়েক মাসে গণপ্রহারের একাধিক ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। নেহাতই সন্দেহের বশে কারও উপর অমানসিক নির্যাতনের ছবি গত এক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে বারবার দেখা গিয়েছে। গণপ্রহারের মতো মারাত্মক এই রোগ নির্মূল করতে রাজ্য প্রশাসনের তরফেও সতর্কতামূলক প্রচার হয়েছে। তবে তাতেও যে কাজের কাজ বিশেষ হচ্ছে না।

author-image
IE Bangla Web Desk
New Update
Youth beaten on suspicion of being a thief in Birbhum's Mallarpur , চোর সন্দেহে গণপ্রহার, বীরভূম, মল্লারপুর

গাছে বেঁধে যুবককে মারধর। এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Mob Lynching: কিছুতেই সারছে না রোগ! শত প্রচারেও হুঁশ ফিরছে না এক শ্রেণির মানুষের। আবারও চোর অপবাদে চলল বেধড়ক গণপ্রহার (Lynching)। এবার ঘটনাস্থল বীরভূমের মল্লারপুর। মোবাইল চোর সন্দেহে এক যুবককে গাছে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisment

বীরভূমের মল্লারপুর থানার কোট গ্রামের ঘটনা। আক্রান্ত যুবক নাম রমজান শেখ এই কোট গ্রামেরই বাসিন্দা। মোবাইল চুরির অভিযোগে রমজানকে একটি গাছে বেঁধে মারধর করে প্রতিবশীদের কয়েকজন। তাঁর বাবা নোসোউদ্দিন শেখের অভিযোগ, তাঁর ছেলেকে দক্ষিণগ্রাম থেকে তুলে নিয়ে যায় লালন শেখ ও তার পরিবারের লোকজন।

এরপর লালন শেখরা গাছে বেঁধে লাঠি ও লোহার রড দিয়ে তার ছেলেকে মারধর করে। ওই ব্যক্তি আরও বলেন, "ঘটনার খবর পেয়ে আমরা গিয়ে তাকে উদ্ধার করি। ছেলেকে হাসপাতালে নিয়ে যাই।"

আরও পড়ুন- Richest Distrcit in West Bengal: বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে ‘বড়লোক’ জেলা কোনটি? নাম জানলে তাজ্জব হবেনই!

আরও পড়ুন- Ilish: বাড়ছে জোগান, এবছর কোথায় নামতে পারে ইলিশের দাম? শুনেই লাফাবে ভোজনরসিক বাঙালি!

অন্যদিকে প্রহৃত রমজান শেখ বলেন, “আমি হাজিপুর যাচ্ছিলাম। লালন দক্ষিণ গ্রামের কাছ থেকে আমাকে টোটো থেকে নামিয়ে নিয়ে যায়। ওর বাড়িতে নিয়ে গিয়ে গাছে বেঁধে মারে। লালনের স্ত্রী, দুই ছেলে এবং দুই অপরিচিত ছেলেও আমাকে মারধর করে। ওরা আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল। আমি মাটিতে লুটিয়ে পরেছিলাম। একটু জল চেয়েছিলাম। কিন্তু জল পর্যন্ত দেয়নি”। এদিকে, এই ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। তারই ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ একজনকে আটক করেছে।

Birbhum Mob Lynching Lynching
Advertisment