Advertisment

Youth Death: ইঁদুরের উৎপাত রুখতে ফাঁদ পেতেছিলেন! অসতর্কতার চরম মাশুল দিলেন যুবক

Youth Death: এমন মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যদিও প্রশাসনের একাংশের দাবি, বারবার সচেতন করা হলেও হুঁশ ফিরছে না অনেকেরই। তারই জেরে মর্মান্তিক এই ঘটনা বলে দাবি তাঁদের।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Youth Death at south 24 parganas kultali

Youth Death: যুবকের মর্মান্তিক মৃত্যু।

Youth Death: মর্মান্তিক কাণ্ড দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে (Kultali)। চাষের জমিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে ফের মৃত্যু হল এক ব্যক্তির। প্রশাসনের পক্ষ থেকে বারবার এব্যাপারে সচেতন করা হলেও এখনও পর্যন্ত হুঁশ যে ফেরেনি অনেকেরই, তা এই মর্মান্তিক কাণ্ডে আরও একবার প্রমাণ হল। প্রতি বছরই এমন বেশ কয়েকটি ঘটনায় প্রাণহানি যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে এই কুলতলিতে।

Advertisment

এবার মৃত কৃষকের নাম তাপস সরদার, বাড়ি কুলতলির ৪ নম্বর গরানকাঠি এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ফসল যাতে নষ্ট না হয় তাই ইঁদুর মারার জন্য জমিতে বিদ্যুতের সংযোগ লাগিয়েছিলেন ওই ব্যক্তি। বিকেলে নিজের জমিতে কাজে গিয়েছিলেন তাপস।

আরও পড়ুন- Kolkata Weather Today: সপ্তাহের শুরুতেই তেড়ে বৃষ্টি এই জেলা গুলিতে, প্রবল হাওয়ায় লন্ডভণ্ড পরিস্থিতি তৈরির আশঙ্কা?

রাত হয়ে গেলেও ছেলে বাড়ি না ফেরায় তাপসের বাবা প্রতিবেশীদের কাছে ছেলের সম্পর্কে খোঁজ নেন। খুঁজতে খুঁজতে জমির কাছে যান গিয়ে দেখেন জমির মধ্যে তাপস পড়ে আছেন। তাঁকে উদ্ধার করে কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলতলি থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

Youth Youth Death West Bengal
Advertisment