Advertisment

Kolkata Heat Wave: চরম গরমে ফুটছে কলকাতা, আগুন ঢালছে সূর্য, মর্মান্তিক পরিণতি তরতাজা যুবকের

Heat Wave in Kolkata: একটানা তাপপ্রবাহ চলছে শহর কলকাতায়। গতকালই কলকাতার তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। আজ তা আরও বেড়ে রেকর্ড গড়ে হয়েছে ৪৩। পরিস্থিতি যা তাতে এই তাপমাত্রা আরও বাড়লেও অবাক হওয়ার কিছু নেই। আপাতত আগামী শনিবার পর্যন্ত তীব্র দাবদাহের এই পরিস্থিতি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
youth died due to Heat Stroke in kolkata

Heat Wave: কলকাতায় 'লু' বইছে। গরম হাওয়া থেকে বাঁচতে মুখ কাপড়ে ঢেকেছেন এক মহিলা। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

Kolkata Heat Stroke Death: মাত্রাছাড়া গরমে ফুটছে তিলোত্তমা মহানগরী। প্রবল গরমে এবার হিট স্ট্রোকে (Heat Stroke) আক্রান্ত হয়ে মৃত্যু হল ২৬ বছরের তরতাজা যুবকের। এবছর গরমে এই প্রথম হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল মহানগরীতে।

Advertisment

সূর্য যেন আগুন ঝরাচ্ছে কলকাতায়। হু হু করে বাড়ছে তাপমাত্রার পারদ। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস। ১৯৮০ সালের পর এপ্রিল মাসে তাপমাত্রার পারদ এত চড়েনি। সোমবার ব্যক্তিগত কাজে মধ্য কলকাতা চত্বরে এসেছিলেন বাগুইআটি এলাকার বাসিন্দা সুমন রানা। ২৬ বছরের এই যুবককে এদিন রাস্তাতেই আচমকা লুটিয়ে পড়তে দেখা যায়।

দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান কর্তব্যরত পুলিশকর্মীরা। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। হিট স্ট্রোকে আক্রান্ত হয়েই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা।

আরও পড়ুন- Kolkata Heatwave Record: আগুন-গরমে ফুটছে কলকাতা, আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে পরিস্থিতি! বৃষ্টির দিনক্ষণ জানুন

কলকাতা শহরে এবছর সীমাহীন গরম পড়েছে। একটানা তাপপ্রবাহের জেরে নাকাল শহরবাসী। ছিটেফোঁটা বৃষ্টিরও দেখা নেই গত কয়েক সপ্তাহ ধরে। পরিস্থিতি আরও দুর্বিষহ হতে পারে বলে ভয়াবহ ইঙ্গিত দিয়ে রেখেছে আবহাওয়া দফতর।

গতকালই কলকাতার তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। আজ তা আরও বেড়ে রেকর্ড গড়ে হয়েছে ৪৩। পরিস্থিতি যা তাতে এই তাপমাত্রা আরও বাড়লেও অবাক হওয়ার কিছু নেই। আপাতত আগামী শনিবার পর্যন্ত তীব্র দাবদাহের এই পরিস্থিতি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

kolkata news Heat Wave Death heat stroke
Advertisment