Advertisment

কালীপুজোর মণ্ডপে চলল এলোপাথারি গুলি, জখম যুব তৃণমূল নেতা

অভিযুক্ত দুষ্কৃতীদের এখনও ধরতে পারেনি পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
murshidabad raninagar shootout tmc leader killed

প্রতীকী ছবি।

গত মঙ্গলবারের পর ফের গুলি চলল ভাটপাড়া পুর এলাকায়। গুলিতে জখম হলেন ভাটপাড়া পুরসভার তৃণমূলের যুব নেতা রাজ পাণ্ডে। ঘটনাটি শনিবার রাতে ঘটলেও রবিবারও এলাকায় চাঞ্চল্য রয়েছে। অভিযুক্ত দুষ্কৃতীদের এখনও ধরতে পারেনি পুলিশ। গুরুতর আহত অবস্থায় শাসক দলের যুব নেতা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতা রাজ পাণ্ডে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তিনসুতিয়া লাইন এলাকার বাসিন্দা। এলাকারই এক কালীপুজোর মণ্ডপে শনিবার রাতে বসেছিলেন তিনি। হঠাৎই তিনটি মোটরবাইকে করে ৫-৬ জন দুষ্কৃতী এসে রাজকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তাঁর হাতে লাগে। মোট ছয় রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি চালাতে চালাতেই সেখান থেকে চম্পট দেয়।

ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মণ্ডপে উপস্থিত অন্যান্যরা রাজকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ভাটপাড়া ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ পাণ্ডে। রাজ কাউন্সিলরেরই আত্মীয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে জগদ্দল থানার পুলিশ।

গত মঙ্গলবার রাতে ভাটপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত ব্যবসায়ী গৌরব প্রসাদকে লক্ষ্য করে দুষ্কৃতীারা গুলি চালিয়েছিল। মোটরবাইকে চেপে এসেছিল দুষ্কৃীতিরা। সেই ঘটনার কিনারার আগেই ফের চলল গুলি।

tmc Bhatpara Shootout
Advertisment