সোশ্যাল মিডিয়ার হাত ধরে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সাফল্যের সিঁড়ি বেয়ে দিব্যি এগিয়ে চলছিল বছর ২২-এর ইউটিউবার অমিত মণ্ডল। হঠাৎ করেই জীবনে নেমে এল চরম পরিণতি। পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল বাংলার জনপ্রিয় এই ইউটিউবারের। নিজের পরিশ্রমের মাধ্যমে অর্জন করা সাফল্য আর ফিরে দেখা হল না এই মানুষটির।
মঙ্গলবার বিকেলে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন বছর ২২-এর ইউটিউবার অমিত মণ্ডল।পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় রাতেই কলকাতা আনা হয়। ভর্তি করা হয় পিজি হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হল না। এসএসকেম হাসপাতালে মৃত্যু হয় অমিতের। ছোট থেকেই অভাবের সংসারে বেড়ে ওঠা। ছিল শারীরিক প্রতিবন্ধকতাও। সেই প্রতিবন্ধকতাকে জয় করে ইউটিউভে ভ্লগ বানাতে শুরু করেন অমিত। শারীরিক প্রতিবন্ধকতাকে নিজের ভাল লাগা, পছন্দ-অপছন্দ নিয়ে একেবারে খোলাখুলি ভ্লগ সকলের মন ছুঁয়ে গিয়েছিল। ধীরে ধীরে বাড়তে থাকে দর্শক সংখ্যাও। মাত্র কয়েক দিনের মধ্যে ইউটিউবে লক্ষ লক্ষ মানুষ সাবস্ক্রাইব করে তার চ্যানেল। প্রতিবন্ধকতাকে হারিয়ে মানুষের কাছে অতি পরিচিত হয়ে ওঠেন অমিত। অভাবে সংসার অমিতের হাত ধরেই হাল ফেরে।
আরও পড়ুন: [ নাটকীয় থ্রিলারে ‘রুদ্ধশ্বাস খুন’, ফ্রিজে যত্ন করে রাখা প্রেমিকার দেহ, অন্য মহিলাকে বিয়ে যুবকের ]
অমিত ফ্রেজারগঞ্জের শিবপুর জংশন এলাকার বাসিন্দা বাড়িতে বাবা-মা স্থানীয় পঞ্চায়ের এলাকার সাফাইকর্মী। অমিত নামখানা কলেজের প্রথম বর্ষের ছাত্র। পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে ফ্রেজারগঞ্জের মুন্সিরহাট এলাকায় অমিত যে বাইকে ছিলেন সেটি দুর্ঘটনার কবলে পড়ে। তড়িঘড়ি অমিত সহ বাকি ২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে অমিতকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। রাতেই এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় অমিতে। শোকে ভেঙে পড়ে পরিবার থেকে লক্ষ লক্ষ অনুরাগী। অমিতের এইভাবে অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ’ই।