বিপুল হারে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে আগেই একগুচ্ছ নির্দেশিকা জারি করে বিধিনিষেধ কার্যকর করেছিল নবান্ন। সোমবার ফের একবার নির্দেশিকা জারি করে আরও বেশ কয়েকটি ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। সোমবার বন দফতরের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, করোনার জেরে বন্ধ করা হচ্ছে রাজ্যের আওতাধীন সব চিড়িয়াখানা। বন্ধ থাকবে অভায়রণ্য, ইকো ট্যুরিজিম ও ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রগুলো।
তবে, বন দফতরের আওতাধীন পার্কগুলো আপাতত খোলা থাকছে। সেখানে নিয়ন্ত্রণবিধি জারি করা হবে।
ইকো ট্যুরিজিমের ক্ষেত্রে আগে থেকে বুকিং থাকলে সেই অর্থ ফেরৎ দিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।
এর আগে নবান্নের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়, অনির্দিষ্টকালের জন্য বন্ধ শপিং মল, সিনেমা হল, বিউটি পার্লার, স্পা, জিম, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স। ঝাঁপ বন্ধ করা হয়েছে রেস্তোরাঁও। নিষিদ্ধ করা হয়েছে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় জমায়েত। পরবর্তী নির্দেশিকার আগে বিয়েবাড়িও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া বাজার প্রত্যেকদিন খোলা থাকছে সকাল ৭টা থেকে ১০টা ও বিকেলে ৩টে থেকে ৫টা পর্যন্ত। অর্থাৎ এখন রোজ পাঁচ ঘন্টা করে বাজার-হাট খোলা থাকছে। তবে, জরুরী পরিষেবা ও সামগ্রীর দোকান খোলা থাকছে। আংশিক লকডাউনের আওতা থেকে বাদ, ওষুধ, মুদিখানার দোকান।
বিধি ভাঙলে দোষীদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলেও নির্দেশিকায় উল্লেখ ছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন