/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/ukraine-child-1.jpg)
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৃত্যু-মিছিল।
ইউক্রেনে ক্রমাগত হামলা চালাচ্ছে রুশ সেনা। পাল্টা প্রত্যাঘাত করছে ইউক্রেনও। এরই মাঝে এদিন পূর্ব ইউত্রেনের সেভেরোদোনেস্কৎ শহরে রুশ বানিনীর আক্রমণে নিহত হয়েছেন ১০ জন ইউক্রেনীয়। সংবাদ সংস্থা এএফপি স্থানীয় সূত্রে এই খবর পেয়েছে। গত প্রায় দু'সপ্তাহের লড়াইয়ে ধ্বস্ত ইউক্রেন। বিভিন্ন শহর ছেড়ে প্রাণ হাতে পালাচ্ছেন মানুষ। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক জানিয়েছেন যে, অবরুদ্ধ দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মারিউপোল সহ বুধবার ছয়টি 'মানবিক করিডোর' দিয়ে সাধারণ নাগরিকদের সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা জারি রয়েছে। স্থানীয় সময় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত লড়াই বন্ধ রাখার কথা জানিয়েছে ইউক্রেন সেনা। পাশাপাশি উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুকের আশা রুশ সেনাও নিজেদের সংঘর্ষবিরতির ঘোষণা মেনে চলবে।
Russia's war in Ukraine: Latest developments
- US cool on Polish jets for Ukraine
- IAEA concerns on Chernobyl
- Thousands evacuated
- Two million refugees
Read more: https://t.co/sBBrSmw0pTpic.twitter.com/TRGbdx8nWJ— AFP News Agency (@AFP) March 9, 2022
এসবের মধ্যেই মস্কোকে চাপে ফেলতে ব্রিটেনের কাছে ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কির আর্জি, রাশিয়াকে যেন জঙ্গিরাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়।
অন্যদিকে রাশিয়ার উপর চাপ বাড়াতে পদক্ষেপ করেছে আমেরিকাও। প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে আমেরিকা রাশিয়ার থেকে অপরিশোধিত তেল এবং অন্যান্য শক্তি আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে। রাশিয়ায় ব্যবসা বন্ধ করেছে ম্যাকডোনাল্ডস, স্টারবাকস, কোকা-কোলা সহ আরও বিশ্বব্যাপী বেশ কয়েকটি ব্র্যান্ড।
বিদেশ মন্ত্রক মঙ্গলবার বলেছে যে সুমিতে আটকে থাকা সব ভারতীয় পড়ুয়াদের সরিয়ে নেওয়া হয়েছে এবং তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য অপারেশন গঙ্গার অধীনে ফ্লাইটগুলি প্রস্তুত করা হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন যে, সুমি থেকে সরে আসা ভারতীয় পড়ুয়াদেরদের পোলতাভায় নিয়ে যাওয়া হচ্ছে, যেখান থেকে তারা পশ্চিম ইউক্রেনে ট্রেনে উঠবে।
Read in English