Advertisment

তালিবান দখলে কাবুল, রবিবার থেকে এখনও পর্যন্ত ১২ জনকে খুন

আফগানিস্তানে তালিবানি তাণ্ডবের পিছনে প্রত্যক্ষ্য মদত চিনের৷ চিনের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ তালিবান মুখপাত্র৷

author-image
IE Bangla Web Desk
New Update
Afghan blast At least 100 dead wounded many

আফগানিস্তানের পতাকা

গত রবিবারই আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নিয়েছে তালিবান৷ তারপর থেকে এখনও পর্যন্ত কাবুলে ১২ জনকে খুন করেছে তালিবানিরা৷ সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এমনই খবর মিলেছে৷ এরই পাশাপাশি ন্যাটো বাহিনীর এক আধিকারিক রয়টার্সকে জানিয়েছেন, গত রবিবার থেকে এখনও পর্যন্ত কাবুল বিমানবন্দর থেকে ১৮ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে৷

Advertisment

গত বৃহস্পতিবার স্বাধীনতা দিবস পালন করেছে তালিবানরা৷ মার্কিন প্রশাসনকে বিশ্বের ‘অহঙ্কারী শক্তি’ বলে তকমা দিয়ে স্বাধীনতা দিবস পালন করতে দেখা গিয়েছে তালিবান যোদ্ধাদের৷ গোটা আফগান মুলুকে হাড়হিম করা অত্যাচার চালাচ্ছে তালিবান৷ নির্বিচারে মানুষ খুন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷

এদিকে, আফগানিস্তানে তালিবানিদের বাড়বাড়ন্তের পিছনে চিনের প্রত্যক্ষ্য মদত রয়েছে বলে শুরু থেকে অভিযোগ উঠছিল বিভিন্ন মহল থেকে৷ তালিবানের মুখপাত্র সুহেল শাহিনও সেই ধারণা স্পষ্ট করেছে৷ চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে তালিবান মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানে শান্তি ও পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চিন৷ আফগানিস্তানের সার্বিক বিকাশের লক্ষ্যে চিনের এই তৎপরতাকে তালিবান স্বাগত জানাচ্ছে৷

আরও পড়ুন- পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী সক্রিয়তা বাড়াচ্ছে আফগানিস্তানে, উদ্বিগ্ন ভারত

অন্যদিকে, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ভারত৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সই উদ্বেগ স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ রাষ্ট্রসংঘের বৈঠকে জয়শঙ্কর জানিয়েছেন, পাকিস্তানে থাকা জঙ্গি-গোষ্ঠীগুলি এখন আফগানিস্তান নিয়ন্ত্রণ করছে৷ তাঁর মতে, ‘‘আফগানিস্তানে যা ঘটছে তা আঞ্চলিকভাবে তো বটেই আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগজনক হয়ে উঠছে৷’’ তালিবানি দখলে গোটা আফগানিস্তান চলে যাওয়ার পর থেকেই সে দেশে হাক্কানি নেটওয়ার্কের তৎপরতা বাড়ছে৷ পাকিস্তানে থাকা লস্কর-এ-তইবা, জইশ-এ-মহম্মদ-এর মতো জঙ্গিগোষ্ঠীগুলি তাদের তৎপরতা আরও বাড়াচ্ছে৷ ভারত-সহ বাকি দেশগুলির কাছে যা অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেন বিদেশমন্ত্রী৷

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Afganistan Taliban Kabul
Advertisment