তালিবানদের ভয়ে দেশ ছাড়তে হুড়োহুড়ি, কাবুল বিমানবন্দরে পদপিষ্ট ৭ আফগান
কেউ বিমানবন্দরে দৌড়চ্ছেন, কেউবা আবার লম্বা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা। অনেকেই আবার বিমান বন্দরের দেওয়া টপকাচ্ছেন। আর এতেই তৈরি হচ্ছে চরম বিশৃঙ্খলা।
ফের তালিবানরাজ। তারই মাঝে বেঁচে থাকার আর্তি। বিমানবন্দরে হুড়োহুড়ি। সন্তানকে বাঁচাতে মার্কিন সেনার হাতে তাকে ছুঁড়ে দিচ্ছেন মা। কোনওমতে দেশ ছাড়ার চেষ্টা। বিমান ধরতে হাজারে হাজারে মানুষ ভিড় জমাচ্ছেন কাবুল বিমানবন্দরে। ফলে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। এরই মাঝে কাবুল বিমানবন্দরে পদপিষ্ট হয়ে নিহত হলেন ৭ আফগান। এমনটাই দাবি করেছে ব্রিটিশ সেনা।
Advertisment
প্রতিরক্ষামন্ত্রকের করফে এক বিবৃতিতে বলা হয়েছে যে, 'কাবুল বিমানবন্দরের অবস্থা ভয়াবহ। ভিড় সামলানোই বড় চ্যালেঞ্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণে যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে।'
তালিবানদের অত্যাচার চলছেই। সে এক ভয়াবহ ছবি। পরিণতির কথা ভেবেই ভয়ে শিউড়ে উঠছেন সেদেশের মানুষ। বিদেশিরা আফগানিস্তান থাড়তে মরিয়া। একই সঙ্গে ভিটে মাটি ছাড়তে প্রাণপাত করতে কসুর করছেন না আফগানরা। কোনও মতে ভিন দেশে যাওয়ার জন্য উড়ানের টিকিট সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। ফলে ভিড় হচ্ছে কাবুল বিমানবন্দরে। আর এতেই যত সমস্যা। সেখানেও একদিকে মার্কিন সেনার দাপাদাপি। অন্যদিকে তালিবারদের রক্তচক্ষু। ভয়াবহ অবস্থা।
ফলে বিমানবন্দরের কাছেও আফগানদের হুড়োহুড়ি চলছে। আর তাতেই পদপিষ্ট হয়ে নিহত হলেন ৭ জন। ভয়ের সঙ্গেই যোগ হল স্বজন হারানোর হাহাকার।
এদিকে, রবিবার সকালে কাবুল থেকে ১৬৮ জনকে নিয়ে দেশে ফিরল বায়ুসেনার বিশেষ বিমান৷ এছাড়াও তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে দিল্লিতে ফিরেছেন আরও ৮৭ ভারতীয়৷ এরই পাশাপাশি দোহা থেকে দেশে ফিরছে আরও ১৩৫ ভারতীয়৷ শনিবার কাবুল বিমানবন্দর থেকে এদের উদ্ধার করা হয়েছিল৷