কৃষকদের সমর্থন বাড়ছে ভিন দেশে। স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে মোদী সরকারের উপর।
এবার এ দেশে চলা কৃষক আন্দোলন নিয়ে উদ্বেগের কথা ভারতের বিদেশ সচিবের কাছে উত্থাপনের দাবি জানিয়েছেন ইন্দো-আমেরিকার কংগ্রেস প্রতিনিধি প্রমীলা জয়পাল সহ সাত মার্কিন প্রভাবশালী আইন প্রণেতা। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেওকে চিঠি দিয়ে এই আর্জি জানানো হয়েছে।
যদিও ইতিমধ্যেই কৃষক বিক্ষোভকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করেছে নয়াদিল্লি। এ ক্ষেত্রে অন্যকোনও দেশের অযাচিত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেই দাবি করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।
২৩ ডিসেম্বর পম্পেওকে লেথা সাত আইন প্রণেতার চিঠিতে উল্লেখ, ‘মূলত পাঞ্জাবের শিখ আমেরিকানরা ভারতে চলা কৃষক বিক্ষোভ নিয়ে উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে আমাদের আর্জি, বিদেশে রাজনৈতিক বক্তব্য প্রকাশের স্বাধীনতার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকে পোক্ত করতে দ্রুত ভারতের বিদেশ সচিবের কাছে বিষয়টি উত্থাপন করা হোক।’ এক্ষেত্রে ভারতকে পরামর্শেরও প্রস্তাব দেওয়া হয়েছে।
এই প্রথম নয়, চলতি মাসের প্রথমেই কংগ্রেস প্রতিনিধি জিম কোস্টা ও শেলিয়া জ্যাকসন লি-ও ভারতের প্রতিনিধিকে চিঠি দিয়ে বিক্ষোভকারী কৃষকদের সমর্থনের কথা জানিয়েছিলেন। কৃষক আন্দোলনকে দমনপীড়ন করে আটকানোর সরকারি প্রচেষ্টারও বিরোধিতা করা হয়েছিল।
ডেমোক্রেট মার্কিন আইন প্রণেতা ডেভিড ট্রন ভারত সরকারের কাছে কৃষকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানবের দাবি জানিয়েছিলেন। এক্ষেত্রে সুপ্রিমকোর্টের মধ্যস্থতারও আর্জি জানিয়েছিলেন তিনি।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন