Advertisment

ভোটে জয়ী হিটলার! অবাক কাণ্ড নামিবিয়ায়

অ্য়াডল্ফ হিটলারের মতো বিশ্ব জয়ের কোনও পরিকল্পনা নেই অ্য়াডল্ফ হিটলার ইউননার। ৫৪ বছর বয়সী এই রাজনীতিক শাসক শিবির Swapo পার্টির সদস্য়।

author-image
IE Bangla Web Desk
New Update
adolf hitler, অ্য়াডল্ফ হিটলার

ইতিহাসের পাতায় হিটলারের নামের সঙ্গে এই হিটলারের মিলই নজর কেড়েছে বিশ্ব দরবারে।

ভোটে জয়ী হয়েছেন অ্য়াডল্ফ হিটলার! অবাক করার মতো ঘটনাই ঘটেছে নামিবিয়ায়। সেদেশের স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছেন নাৎসি জার্মানির সেই একনায়ক হিটলারের নেমসেক। ইতিহাসের পাতায় হিটলারের নামের সঙ্গে এই হিটলারের মিলই নজর কেড়েছে বিশ্ব দরবারে।

Advertisment

তবে, অ্য়াডল্ফ হিটলারের মতো বিশ্ব জয়ের কোনও পরিকল্পনা নেই অ্য়াডল্ফ হিটলার ইউননার। ৫৪ বছর বয়সী এই রাজনীতিক শাসক শিবির Swapo পার্টির সদস্য়। প্রায় ৮৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

আরও পড়ুন: গাঁজা আর বিপজ্জনক মাদক নয়, ৫৯ বছর পর ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত রাষ্ট্রসংঘের

হিটলারের সঙ্গে তাঁর নিজের নামের মিল প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘আমার বাবা নাৎসি নেতার নামে আমার নাম রাখেন। উনি বোধহয় এর মর্ম বোঝেননি। ছোটবেলায় খুবই স্বাভাবিক মনে হয়েছে এই নাম। বড় হয়ে পরে বুঝলাম। উনি(নাৎসি জার্মানির সেই একনায়ক) বিশ্বকে নিজের আয়ত্তে আনতে চেয়েছিলেন। আমার সঙ্গে নাৎসি মতাদর্শের কোনও যোগ নেই’’।

উল্লেখ্য়, ১৮৮৪ সাল থেকে ১৯১৫ সালের মধ্য়ে জার্মানির কলোনি ছিল নামিবিয়া।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

International news
Advertisment