পর পর একাধিক বিস্ফোরণে শনিবার কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। বিস্ফোরণের তীব্রতায় প্রাণ হারিয়েছেন দুই পুলিশ অফিসার। এছাড়াও গুরুতর আহত হয়েছে দুই পথচারী।
পুলিশের এক মুখপাত্র ফিরদৌস ফারামার্জ জানান পুলিশের গাড়িতে একটি ম্যাগনেটিক বোমা লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। বিস্ফোরণে দুই অফিসার নিহত হন। আহত হন এক পথচারী। এই ঘটনাটি ঘটেছে উত্তর কাবুলে। অন্যদিকে দক্ষিণ কাবুলেও একই কায়দায় হামলা হয়েছে। সেখানে আহত হয়েছে দুই পুলিশ অফিসার।
তৃতীয় বিস্ফোরণটি হয় পূর্ব কাবুলে। যদিও কোনও হতাহতের খবর নেই। পুলিশ সূত্রে এমনটাই জানান হয়েছে। তবে শহরের অন্যত্র আরও বেশ কয়েকটি বিস্ফোরণের খবর আসে। তাঁর বিস্তারিত খবর পুলিশের হাতে এখনও আসেনি।
কয়েক দশকের যুদ্ধের অবসান ঘটাতে তালিবান এবং আফগান সরকারের মধ্যে যখন আলোচনা চলছিল, সেই সময় শান্তি চুক্তির থেকে হঠাতেই এই বিস্ফোরণ হয় বলে মত একাংশের। কাবুলের হামলার জন্য তাত্ক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। ইসলামিক স্টেট গ্রুপ রাজধানীটিতে সাম্প্রতিক মাসগুলিতে একাধিক হামলার দায় স্বীকার করেছে, যার মধ্যে ৫০ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগ শিক্ষার্থী রয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন