Advertisment

বিমান ধরার আগেই ধেয়ে এল জঙ্গিরা, কাবুলে তালিবানি বাধার মুখে বহু ভারতীয়

আটক ভারতীয়দের উদ্ধারে সবরকম চেষ্টা চালাচ্ছে দিল্লি৷

author-image
IE Bangla Web Desk
New Update
It was a tragic mistake, says United States on Kabul drone strike

কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

কাবুল বিমানবন্দরে উড়ানে উঠতে বাধা ভারতীয়দের৷ তালিবানি জঙ্গিরা ওই ভারতীয়দের আটক করে অন্যত্র নিয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে৷ আটকদের মধ্যে বেশ কয়েকজন আফগান শিখও রয়েছেন বলে জানা গিয়েছে৷ এদিকে, এদিনই ৮৫ ভারতীয়কে বায়ুসেনার বিশেষ বিমানে কাবুল থেকে দেশে ফেরানো হচ্ছে।

Advertisment

জানা গিয়েছে, শনিবার সকালে কাবুল বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন বেশ কিছু ভারতীয়৷ যাঁদের মধ্যে বেশ কয়েকজন আফগান শিখও ছিলেন৷ বিমানে কাবুল ছাড়তে মরিয়া ছিলেন তাঁরা৷ তবে বিমানবন্দরে পৌঁছনোর আগেই তাঁদের পথ আটকায় তালিবানিরা৷ আটক করে ওই ভারতীয়-সহ আফগান শিখদের অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ যদিও এই ঘটনা নিয়ে তালিবানের তরফে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি৷ তবে আটক নাগরিকদের উদ্ধারে সবরকমভাবে চেষ্টা চালাচ্ছে ভারত৷

আরও পড়ুন- ‘বঙ্গজননী’র হাত ধরেই ফের তৃণমূলে সোমেন-জায়া শিখা মিত্র

তালিবানি দখলে গোটা আফগানিস্তান৷ ইতিমধ্যেই আফগানিস্তান থেকে ভারত, আমেরিকা-সহ নানা দেশ তাঁদের নাগরিকদের সরাচ্ছে৷ আফগানিস্তানে থাকা দূতাবাস খালি করে ফেলেছে ভারত৷ বায়ুসেনার বিশেষ বিমান তাঁদের নিয়ে ভারতে ফিরেছে৷ তবে এখনও আফগানিস্তানে আটকে রয়েছেন বহু ভারতীয়৷ তাঁদের উদ্ধারেও তৎপর কেন্দ্রীয় সরকার৷ বায়ুসেনার বিশেষ বিমানে তাঁদেরও ফেরাতে মরিয়া ভারত৷ প্রতিনিয়ত কাবুল বিমানবন্দরে মোতায়েন থাকা মার্কিন সেনার সঙ্গে যোগাযোগ রেখে চলছে উদ্ধারকাজ৷ তবে শনিবার সকালে এই প্রক্রিয়া খানিকটা হলেও ধাক্কা খেয়েছে৷

এদিকে, আফগানিস্তান থেকে নাগরিকদের উদ্ধারকাজ জারি রেখেছে আমেরিকাও৷ মার্কিন নাগরিকদের পাশাপাশি যে আফগানরা মার্কিন সেনাকে সাহায্য করেছেন তাঁদেরও উদ্ধার করছে মার্কিন প্রশাসন৷ তবে বিমানে এই উদ্ধারকাজ রীতিমতো কঠিন পরিস্থিতির মধ্যে করতে হচ্ছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন৷ গত কুড়ি বছর ধরে আফগানিস্তানে ছিল মার্কিন সেনাবাহিনী৷ আফগান সেনাকে প্রশিক্ষণ দিয়ে তালিবান বাহিনীকে কব্জায় রেখেছিল ন্যাটোবাহিনী৷ তবে আমেরিকার সেনা আফগানিস্তান ছাড়তেই ফের সক্রিয় হয়ে ওঠে তালিবান৷ কয়েক সপ্তাহের মধ্যে গোটা আফগান মুলুক দখল করে নেয় জঙ্গিরা৷

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Afganistan India Kabul
Advertisment