Advertisment

'বাংলাদেশ নিয়ে অমিত শাহ'র জ্ঞান সীমিত', বিস্ফোরক হাসিনার মন্ত্রী

অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ বাংলাদেশের বিদেশমন্ত্রীর।

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah bangladesh

অমিত শাহ

সদ্য বাংলাদেশে ঘুরে এসেছেন প্রধানমন্ত্রী মোদী। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের গভীরতা নিয়ে আশাবাদী ভারতের প্রধানমন্ত্রী। যদিও মোদীর সফর ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল ঢাকায়। এপারের নির্বাচনে এই সফরকে কেন্দ্র করে টানাপোড়েন চলেছে। তার মাঝেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বাংলাদেশ নিয়ে অমিত শাহের জ্ঞান সীমিত বলেই মনে করেন সেদেশের বিদেশমন্ত্রী। তাঁর দাবি, বিভিন্ন ক্ষেত্রেই ভারতের থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে।

Advertisment

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলছে। হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল-বিজেপির। বাংলা দখলে মরিয়া গেরুয়া বহিনী। তাই প্রচারে প্রায়ই এ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ। বাংলায় প্রচারে এসে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে শাহ বলেছেন, 'বাংলাদেশে পর্যাপ্ত খাবারের অভাব রয়েছে। সেদেশে বহু মানুষ নিজেদের রাষ্ট্রেই অভুক্ত থাকেন। ফলে সীমান্ত পেরিয়ে ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ বাড়ছে। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে এই অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করা হবে।'

অমিত শাহর এই দাবি ঘিরেই বিতর্ক দানা বেঁধেছে। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সেই সাক্ষাতকারের প্রেক্ষিতেই প্রতিক্রিয়া দিতে গিয়ে বাংলাদেশ সমন্ধে শাহের জ্ঞান নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ ধরণের মন্তব্য 'দুর্ভাগ্যজনক' ও 'বিভ্রান্তিকর' বলে দাবি করেছেন মোমেন। বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলোর প্রতিবেদন অনুসারে মোমেন বলেছেন, 'বিশ্বে এমন অনেক জ্ঞানী লোক আছেন যাঁরা দেখার পরেও দেখেন না, জানার পরেও বুঝতে পারেন না। কিন্তু অমিত শাহ যে মন্তব্য করেছেন তার জবাবে আমাকে বলতেই হচ্ছে যে, বাংলাদেশ সমন্ধে ওনার জ্ঞান খুবই সীমিত। বর্তমানে এ দেশে অভুক্ত হয়ে মৃত্যুর ঘটনা নেই। এমনকী দেশের উত্তর পূর্ব প্রান্তেও খুদার জন্য হাহাকার নেই।'

একই সঙ্গে বিদেশমন্ত্রীর দাবি, সামাজিক উন্নয়নের সূচকে একাধিক ক্ষেত্রে ভারতের থেকে এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ ভালো শৌচাগার ব্যবহার করেন, ভারতে এই সংখ্যা ৫০ শতাংশের আশেপাশে। সেদেশে শিক্ষিতদের কর্মসংস্থানের ঘাটতি থাকলেও তুলনায় কম শিক্ষিতদের এমন কোনও বিপদের মুখোমুখি হতে হয় না। অন্যদিকে, প্রায় লক্ষাধিক ভারতীয় বাংলাদাশে কাজ করছেন। এখন আর কাজের জন্য বাংলাদেশিদের ভারতে যাওয়ার প্রয়োজন হয় না বলে জানিয়েছেন ওপারের বিদেশমন্ত্রী।

সব শেষে এ কে আব্দুল মোমেন মনে করিয়ে দেন, বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশ নিয়ে কথা বলার আগে বক্তার সেদেশ সম্পর্কে জ্ঞানের আলো বৃদ্ধির প্রয়োজন রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bangladesh amit shah India Sheikh Hasina
Advertisment