Kabul Today: আফগানিস্তানে তালিবানি শাসনের মধ্যেই এবার কাবুল থেকে গোটা একটা বিমান অপরহরণের অভিযোগ। রাশিয়ান সংবাদ সংস্থা তাস সূত্রে খবর, আফগানিস্তানের আটকে থাকা ইউক্রেনের বাসিন্দাদের উদ্ধারে কাবুল বিমানবন্দরে নেমেছিল সে দেশের একটি যাত্রীবাহী বিমান। কিন্তু রীতিমতো চুরি করে যাত্রীবাহী সেই বিমানকে ইরানে নিয়ে গিয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। এই বিমান অপহরণে অভিযুক্তরা প্রত্যেকেই সশস্ত্র ছিল। এমনটাই ইউক্রেনের উপ-বিদেশমন্ত্রীর দাবি।
ইউক্রেনের উপ-বিদেশমন্ত্রীকে উদ্ধৃত করে তাস জানিয়েছে, ‘গত রবিবার আমাদের একটি বিমান চুরি করা হয়েছে। মঙ্গলবার সেই বিমানকে অপহরণ করে ইরানে নিয়ে যাওয়া হয়েছে। সেই বিমানে আফগানিস্তানের আটক ইউক্রেনের নাগরিকরা ছিলেন। এই পরিস্থিতির মধ্যেই আরও এক জোড়া যাত্রীবাহী বিমানে কাবুল থেকে আটক নাগরিকদের ফেরানো হচ্ছে।‘ যদিও এই বিমান অপহরণ নিয়ে ভিন্ন মত উঠে এসেছে। একটি সূত্রের দাবি, 'ইরানের মাসাদে তেল ভরতে নেমেছিল ওই যাত্রীবাহী বিমান। এমনটাই নাকি সংবাদমাধ্যমকে জানিয়েছেন উদ্ধারকারী সেই বিমানের পাইলট।'
এদিকে, আফগানিস্তান থেকে বিদেশী নাগরিকদের উদ্ধারের সময়সীমা আরও কিছু দিন বাড়ানোর আবেদন করেছে পশ্চিমী দেশগুলো। নরওয়ের বিদেশমন্ত্রী আইন এরিক্সেন বলেন, ‘কাবুল বিমানবন্দরে যাত্রীবাহী বিমান ওঠানামার অংশ সম্পূর্ণ বন্ধ। আমাদের মার্কিন সেনাদের ওপরেই ভরসা করতে হবে। ওদের জন্য বিমানবন্দরের যে অংশ খোলা, সেখান দিয়েই আমরা নাগরিকদের উদ্ধার করছি।‘
অপরদিকে, এদিনও দেশে ফেরানো হয়েছে ২৫ জন ভারতীয়কে। পাশাপাশি ফিরেছে তিনটি গুরু গ্রন্থসাহিব। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী মাথায় করে সেই গ্রন্থসাহিব নিরাপদস্থানে সংরক্ষণ করেছেন। আফগানিস্তানের আটক ভারতীয়দের উদ্ধারকাজের নামকরণ হয়েছে অপারেশন ‘দেবী শক্তি।‘ ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে এমনটাই খবর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন