সময় আর মাত্র কয়েক ঘন্টা। মঙ্গলবারের মধ্যে আফগানিস্তানের মাটি ছাড়বে মার্কিন বাহিনী। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেনের চিন্তা আরও বেড়েছে। তাঁর আশঙ্কা আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে কাবুল বিমানবন্দর সহ নানা জায়গায় আবারও রক্তক্ষয়ী হামলা চালাতে পরারে তালিবানরা। সুরক্ষার জন্য মার্কিন বাহিনীকে নির্দেশ দিয়েছেন বাইডেন। এয়ার স্ট্রাইকের জন্য প্রস্তত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, মার্কিন বাহিনীর উপর আঘাত এলে পাল্টা প্রত্যাঘাত হবে।
আফগান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখার সময় হোয়াই হাউসে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, "সেদেশে কর্তব্যরত আমাদের সেনাদের তরফে বলা হয়েছে যে, আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে হামলা চালাতে পারে আইএসআইএস জঙ্গিরা। চরম সতর্কতা অবলম্বন করে থাকতে বলা হয়েছে। বাহিনীর সুরক্ষায় সবরকম পদক্ষেপ করা হবে। আমেরিকার সেনাদের উপর সামান্য আঘাতও বরদাস্ত করা হবে না।"
কাবুল সহ গোটা আফগানিস্তানই কার্যত তালিবানদের অধীনে। মার্কিন সেনা ৩১ অগস্টের মধ্যে দেশ ছাড়লে সরকার গঠন ও ক্যাবিনেটের ঘোষণা করার কথা জানিয়েছে তালিবানরা। পুরনো তালিবানরাজের স্মৃতি মনে করেই ভয়ে কাঁটা সেদেশের আম আদমি। এখন শেষ মুহূর্তের আফগানিস্তান ছাড়ার হিড়িক। চরম বিশৃঙ্খলা কাবুল বিমানবন্দরে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই আইএসআইএস খুরাসান জঙ্গি গোষ্ঠী পর পর দু'টি বিস্ফোরণ ঘটায়। এতে নিহত হয়েছেন ১৩ মার্কিন সেনা। পেন্টাগনের তরফে নিহত সেনাদের নামের তালিকায় দেখা যাচ্ছে এঁদের অনেকেরই বয়স ছিল সদ্য ২০ কোঠায়। মৃত্যু হয়েছে ১৬৯ আফগানেরও।
আরও পড়ুন- এয়ারলিফ্ট শেষ হওয়ার মুখে, কাবুল এয়ারপোর্ট সিল করতে শুরু করল তালিবান
এরপরই জো বাইডেন কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। বলেছিলেন, "আইএস জঙ্গিরা জিতবে না। আমেরিকা সময়, জায়গা নির্দিষ্ট করে জঙ্গিদের খুঁজে বার করে এই হামলার যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা রাখে। আমরা আমাদের মিশন চালিয়ে যাব।"
এর ২৪ ঘন্টার মধ্যেই বদলা নেয় মার্কিন সেনা। ড্রোন স্ট্রাইক করা হয় পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের নাঙ্গাহারে আইএস খোরাসান গোষ্ঠীর গোপন ডেরায়। এতেই কাবুল বিমানবন্দরে হামলার মূল যড়যন্ত্রকারীকে খতম করা গিয়েছে বলে দাবি করে পেন্টাগন।
বর্তমানে ৪ হাজার মার্কিন সেনা আফগানিস্তানে রয়েছে। মঙ্লবারের মধ্যে তারা সেদেশ ছাড়বেন। কিন্তু তার আগে তালিবান ও আইএসআইএস গোষ্ঠী হামলা করে শেষ কামড় দিতে পারে বলে আবারও আশঙ্কা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন