Advertisment

আর্মেনিয়া-আজারবাইজানের যুদ্ধ থামাতে এবার আসরে পুতিন

আর্মেনিয়া-আজারবাইজানের সংঘর্ষ নিয়ে ইরান আঞ্চলিক স্তরে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

যুদ্ধবিধ্বস্ত নাগোরনো-কারাবাখ অঞ্চল

থামছেই না যুদ্ধ। নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের ভয়াবহ সংঘর্ষের জেরে উদ্বিগ্ন পশ্চিম ইউরোপ। এবার দই দেশের যুদ্ধ থামাতে আসরে নামলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের আহ্বানে আর্মেনিয়া ও আজারবাইজানের প্রতিনিধি মস্কোতে ত্রিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন বলে ক্রেমলিন সূত্রে খবর। রুশ বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, বাকু এবং ইয়েরেভানের তরফে বৈঠকে বসার ব্যাপারে সম্মতি দেওয়া হয়েছে। এই বৈঠক থেকেই স্থায়ী সমাধান সূত্র বেরোতে পারে বলে মনে করছে কূটনৈতিক বিশেষজ্ঞরা।

Advertisment

জানা গিয়েছে, নাগোরনো-কারাবাখ অঞ্চলে বেশ কয়েকদিন ধরে দুই দেশের সেনার সংঘর্ষে বহু মানুষের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই মানবিক পরিস্থিতিতে দুই পড়শি দেশের মধ্যে সম্পর্কের বরফ গলাতে উদ্যত হয়েছেন পুতিন। একসময় সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল আজকের আর্মেনিয়া ও আজারবাইজান। পূর্ব সম্পর্কের হেতু এই বৈঠক ডেকেছেন পুতিন। একইসঙ্গে এই বৈঠকে সেনাদের মৃতদেহ ও যুদ্ধবন্দিদের হস্তান্তর নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর। গত ২৭ সেপ্টেম্বর থেকে দুই দেশের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়েছে। আমেরিকা, ফ্রান্স এবং রাশিয়া নাগোরনো-কারাবাখ নিয়ে দ্বন্দ্বের তীব্র নিন্দা করেছে। অন্যদিকে, আজারবাইজানের বন্ধু দেশ তুরস্ক সংঘর্ষবিরতির দাবি নস্যাৎ করে যুদ্ধের পক্ষে সওয়াল করেছে।

আরও পড়ুন যুদ্ধ থামছেই না আর্মেনিয়ার সঙ্গে, বিতর্কিত অঞ্চলের ৭টি গ্রাম দখল আজারবাইজানের

এদিকে, যুদ্ধ যত ভয়াবহ হচ্ছে ততই বিভিন্ন দেশ এই বিষয়ে মতামত দিতে শুরু করেছে। আর্মেনিয়া-আজারবাইজানের সংঘর্ষ নিয়ে ইরান আঞ্চলিক স্তরে বড়সড় যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে। বিবিসির রিপোর্ট অনুযায়ী, ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি জানিয়েছেন, "আর্মেনিয়া-আজারবাইজেনর সংঘর্ষ যাতে আঞ্চলিক যুদ্ধে না পরিণত হয় সেদিকে সতর্ক থাকতে হবে। শান্তি ছাড়া আর কোনও পথ নেই সমাধানের। ওই অঞ্চলে স্থিতাবস্থা ফিরে আসবে বলে আশা আমাদের।" রৌহানির মতে, ইরানি ভূখণ্ডে মিসাইল, শেল পড়লে তা বরদাস্ত করা হবে না। বিবিসির খবর অনুযায়ী, আজারবাইজান লাগোয়া ইরানের উত্তর সীমান্তে বেশ কয়েকটি গ্রামে শেল পড়েছে। যা নিয়ে ক্ষুব্ধ এই মুসলিম রাষ্ট্র।

এদিকে, শুক্রবার আর্মেনিয়া-আজারবাইজানের যুদ্ধে ২৬ জন কারাবাখ সেনা নিহত হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৬। আর্মেনিয়া দাবি করেছে, আজেরি সেনার গোলাবর্ষণে তাদের পবিত্র ও ঐতিহাসিক সেভিয়র ক্যাথিড্রাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আজারবাইজান এই দাবি উড়িয়ে দিয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Azerbaijan Vladimir Putin
Advertisment