Advertisment

খেলা ঘোরালেন স্পিকার, পাক সংসদে ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব বাতিল

সংসদ ভেঙে আবারও নির্বাচনের আর্জি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের।

author-image
IE Bangla Web Desk
New Update
pak investigative agency opens probe against Imran Khan over sale of gifted necklace

ইমরান খান।

শেষ মুহূর্তে খেলা ঘোরালেন অধ্যক্ষ। পাকিস্তানে বাতিল হয়ে গেল বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব। রবিবার পাক সংসদে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ''রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দিতে বলেছি। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে। আমি পাকিস্তানের জনগণকে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানাচ্ছি''।

Advertisment

উল্লেখ্য, এদিন পাক সংসদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে তা খারিজ করে দিয়েছেন। আস্থাভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে বিরোধীরা অধ্যক্ষ আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করার পর সুরি সেই দায়িত্ব নেন।

এদিকে, ইমরান খানের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল হয়ে যাওয়ায় যরপরনাই ক্ষুব্ধ পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান তথা বিরোধী দলনেতা বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেন, ''সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ ঐক্যবদ্ধভাবে বিরোধী দল সংসদে ধর্না দেবে। আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাচ্ছেন।''

আরও পড়ুন- ওমিক্রনের থেকেও ১০ গুণ সংক্রামক করোনার নতুন প্রজাতির সন্ধান, আতঙ্কে বিশ্ব

এদিকে, রবিবার সংসদে আস্থা ভোটকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা আগেভাগেই করেছিল প্রশাসন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অশান্তি এড়াতে বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। জিও নিউজ সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও, পিটিআই সদস্যরা বিক্ষোভকারীদের ডি-চক পর্যন্ত এবং সংসদ ভবনের মূল ফটক পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। আজ সংসদে এবং এর আশেপাশে ব্যাপক গন্ডগোলের আশঙ্কা রয়েছে। সংসদ চত্বরে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

Read story in English

pakistan imran khan Imran Khan Government
Advertisment