Advertisment

পাঞ্জশির দখলের দাবি, তালিবান জঙ্গিদের উল্লাসের বলি ১৭

তালিবানের পাঞ্জশির উপত্যকা দখলের দাবি সম্পূর্ণ মিথ্যা বলে পাল্টা জানিয়েছেন প্রতিরোধ বাহিনীর প্রধান আহমেদ মাসুদ।

author-image
IE Bangla Web Desk
New Update
India acknowledges, Taliban hold positions of power, authority

তালিবানের পতাকা

ফের রক্তাক্ত আফগানিস্তান। তালিবান জঙ্গিদের উল্লাসের বলি কমপক্ষে ১৭। পাঞ্জশির দখল করেছে তালিবান, এই খবরে শুক্রবার রাতে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে তালিবান যোদ্ধারা। গুলি চালিয়ে, আতসবাজি পুড়িয়ে রীতিমতো উৎসব শুরু হয়ে যায় বিভিন্ন জায়গায়। কাবুলে তালিবান যোদ্ধাদের লাগামহীন সেই আনন্দের জেরে কমপক্ষে ১৭ জনের মৃত্যুর খবর মিলেছে। যদিও পাঞ্জশিরে দাঁত ফোটাতে পারেনি তালিবান। উপত্যকা এখনও প্রতিরোধ বাহিনীর দখলেই আছে বলে পাল্টা দাবি করেছেন বাহিনীর প্রধান আহমেদ মাসুদ।

Advertisment

উল্লেখ্য, তালিবানের তরফে শনিবার সংবাদসংস্থা রয়টার্সকে জানানো হয়, তাদের যোদ্ধারা আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকার দখল নিয়েছে। সংবাদসংস্থাকে দেওয়া এক তালিবান নেতার উদ্ধৃতি অনুযায়ী, ''মহান আল্লাহর রহমতে আমরা পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ হাতে নিয়েছি। সমস্যা যারা তৈরি করছিল তারা পরাজিত হয়েছে। পঞ্জশির এখন আমাদের অধীনে আছে।'' এদিকে, তালিবানদের পাঞ্জশির দখলের খবরকে ‘মিথ্যা’ বলে দাবি করেছেন প্রতিরোধ বাহিনীর প্রধান আহমেদ মাসুদ। টুইটে তিনি লিখেছেন, “পাকিস্তানি গণমাধ্যমে তালিবানদের পাঞ্জশির জয়ের খবর ছড়িয়ে পড়ছে। এটি মিথ্যা।”

শুক্রবার রাতে তালিবানের পাঞ্জশির দখলের এই খবর প্রকাশ্যে আসতেই কাবুলে তালিবান যোদ্ধারা আনন্দে মেতে ওঠে। গুলি ছুঁড়ে সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটাতে থাকে জঙ্গিরা। বেপরোয়াভাবে চালানো সেই গুলি লাগ স্থানীয় বাসিন্দাদের। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আহতরা। অনেকের মৃত্যু হয় ঘটনাস্থলেই। কয়েকজনকে হাসপাতালে আনার পর মৃত বলে ঘোষণা করা হয়।যদিও তালিবান যোদ্ধাদের হিংস্র সেই আনন্দে এতটুকু ভাঁটা পড়েনি জঙ্গিদের। বরং সময় যতো এগিয়েছে জঙ্গিদের মত্ত উল্লাস ততই বেড়েছে।

আরও পড়ুন- তালিবানদের ‘কব্জায়’ পাঞ্জশির, ‘ভুয়ো’ খবর- দাবি প্রতিরোধ বাহিনীর

এদিকে, পাঞ্জশিরে এখনও তালিবানদের সঙ্গে সমানে টক্কর দিয়ে চলেছে মাসুদের প্রতিরোধ বাহিনী। লড়াই চলছে, তা কঠিন হলেও পঞ্জশিরের মাটিতে তালিবানকে ঢুকতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন মাসুদ। অন্যদিকে, আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই তালিবান ও মাসুদকে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিতে আহ্বান জানিয়েছেন।

Read full story in English

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন

Afganistan Afganistan latest Panjshir Province Kabul Taliban
Advertisment