Advertisment

কাবুল বিশ্ববিদ্য়ালয়ে বন্দুকবাজের হামলা, নিহত ২৫

হামলায় জড়িত ৩ হামলকারী। গুলির লড়াইয়ে তিনজনই নিহত হয়েছে। এ হামলায় তারা জড়িত নয় বলে দাবি করেছে তালিবান।

author-image
IE Bangla Web Desk
New Update
Attack on Afghan university, কাবুল বিশ্ববিদ্য়ালয়ে হামলা

হামলার ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন, জখম হয়েছেন আরও অনেকে।

কাবুল বিশ্ববিদ্য়ালয়ে হামলা চালাল বন্দুকবাজরা। প্রায় ১ ঘণ্টার গুলির লড়াই চলে। হামলার ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন, জখম হয়েছেন আরও অনেকে। সোমবার বিশ্ববিদ্য়ালয়ে বইমেলা চলছিল। সেসময়ই হামলার ঘটনা ঘটে। বইমেলায় উপস্থিত ছিলেন আফগানিস্তানে ইরানের রাষ্ট্রদূত।

Advertisment

মন্ত্রকের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, হামলায় জড়িত ৩ হামলাকারী। গুলির লড়াইয়ে তিনজনই নিহত হয়েছে। এ হামলায় তারা জড়িত নয় বলে দাবি করেছে তালিবান।

আরও পড়ুন: প্রেসিডেন্ট নির্বাচনের আগে বন্দুক কেনার চাহিদা তুঙ্গে, ভয় বাড়ছে মার্কিন মুলুকে

হামলা প্রসঙ্গে আহমেদ সামিম নামে বিশ্ববিদ্য়ালয়ের এক পড়ুয়া সাংবাদিকদের জানিয়েছেন, জঙ্গিদের হাতে পিস্তল, কালাশনিকভ দেখেছেন তিনি। বিশ্ববিদ্য়ালয়ের পূর্ব দিকে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

আফগান সংবাদমাধ্য়ম সূত্রে খবর, বইমেলা চলছিল বিশ্ববিদ্য়ালয়ে। যেখানে অনেক গণ্য়মাণ্য় ব্য়ক্তিরা ছিলেন। সেসময়ই হামলার ঘটনা ঘটে। বিশ্ববিদ্য়ালয় সংলগ্ন রাস্তায় গ্রেনেড বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বলে খবর।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

International news
Advertisment