Advertisment

বিশ্বের ৫৭টি দেশে খোঁজ মিলেছে ওমিক্রনের উপপ্রজাতির, জানাল WHO

ডেল্টা বা অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় এই প্রজাতি খুব একটা গুরুতর রোগের সৃষ্টি করে না। তবে প্রজাতিতে কী কী পরিবর্তন এসেছে, তা এখনও জানা যায়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

WHO জানিয়েছে, ৫৭ টি দেশ থেকে বিএ.২ সিকোয়েন্সটি পাওয়া গেছে

মঙ্গলবারই বিশ্ববাসীকে ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্ট নিয়ে সাবধান করেছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা। এবার ওমিক্রন নিয়ে নতুন তথ্য সামনে এনেছে WHO। জানা গিয়েছে ইতিমধ্যেই বিশ্বের প্রায় ৫৭ টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রনের এই নয়া প্রজাতি।

Advertisment

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে করোনার সাপ্তাহিক আপডেট থেকে জানা যাচ্ছে, গত এক মাসের নমুনা পরীক্ষায় দেখা গেছে, যত সংক্রমণের খবর পাওয়া গেছে তার মধ্যে ৯৩ শতাংশই ওমিক্রন ভ্যারিয়েন্ট। আর একাধিক সংক্রমণ ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট। বিএ.১, বিএ১.১, বিএ.২ ও বিএ.৩ সাব ভ্যারিয়েন্টের মধ্যে খোঁজ মিলেছে। যা নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিশ্বে প্রথম সাব ভ্যারিয়েন্টের বিএ.১, বিএ১.১ এই দুটির খোঁজ মিলেছিল। বিশ্বে ক্রমশ বাড়ছে ওমিক্রনের সংখ্যা। ৯৬ শতাংশই সাব ভ্যারিয়েন্টের দ্বারা আক্রান্ত বলে জানা গিয়েছে। তবে সেই সঙ্গে বিশ্বে বিএ.২ সাব ভ্যারিয়েন্টও ক্রমশ তার প্রভাব বিস্তার করে চলেছে। সাব ভ্যারিয়েন্টের থেকে ওমিক্রনের চারিত্রিক বৈশিষ্ট্য অনেক আলাদা। কারণ এটি মিউটেট হয়।

WHO জানিয়েছে, ৫৭ টি দেশ থেকে বিএ.২ সিকোয়েন্সটি পাওয়া গেছে তা ইতিমধ্যে জিআইএসএআইডি-তে জমা দেওয়া হয়েছে। সংক্রমিতদের মধ্যে প্রায় সবই ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট। যদিও এই প্রজাতি সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। এই সংক্রমণ কতটা গুরুতর তা জানা যাবে গবেষণার পর। তবে, কিছু গবেষণায় দেখা গেছে, বিএ.২ করোনার রূপ ওমিক্রন ভ্যারিয়েন্টের চেয়ে বেশি সংক্রমিত ও ঝুঁকিপূর্ণ।

WHO এর করোনা বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরকোভে জানান, এখন পর্যন্ত ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিষয়ে আমাদের কাছে অনেক সিমীত তথ্য আছে। কিছু তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে বিএ.২ সাব ভ্যারিয়েন্টের বৃদ্ধির হার বিএ.১ ভ্যারিয়েন্টের তুলনায় অনেক বেশি।

পাশপাশি তিনি আরও জানান, ডেল্টা বা অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় এই প্রজাতি খুব একটা গুরুতর রোগের সৃষ্টি করে না। তবে প্রজাতিতে কী কী পরিবর্তন এসেছে, তা এখনও জানা যায়নি। তাই তিনি সবার উদ্দেশ্যে জানিয়েছেন, সবাইকে সতর্ক থাকতে।

WHO Omicron Sub variant
Advertisment