/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/12/Vishal-Garg.jpg)
তিন মিনিটের জুম কলে কোম্পানির ৯০০ কর্মীকে ছাঁটাই করলেন সিইও বিশাল গর্গ।
একেই বলে গণছাঁটাই! তিন মিনিটের জুম কলে কোম্পানির ৯০০ কর্মীকে ছাঁটাই করলেন সিইও। সংস্থার ১৫ শতাংশ কর্মীকে জুম ওয়েবিনারে ছাঁটাইয়ের জেরে শোরগোল পড়ে গিয়েছে মার্কিন মুলুকে। ছাঁটাইয়ের কারণ দেখানো হয়েছে, দক্ষতা এবং উৎকর্ষতার অভাব। মার্কিন যুক্তরাষ্ট্রে বড়দিনের আগে এই গণছাঁটাইয়ের জেরে কর্মীদের মাথায় আকাশ ভেঙে পড়েছে।
গত বুধবার মার্কিন সংস্থা Better.com এর ভারতীয় বংশোদ্ভূত সিইও বিশাল গর্গ কর্মীদের সঙ্গে জুম ওয়েবিনারে ছিলেন। মিটিংয়ের মধ্যেই তিনি কর্মীদের জানান সংস্থার ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হচ্ছে পারফরম্যান্সের ভিত্তিতে। তিনি জুম কলে কর্মীদের উদ্দেশে বলেন, "তোমরা যদি এই কলে থাকো, তাহলে তোমরা সেই হতভাগ্য কর্মী যাঁদের ছাঁটাই করা হচ্ছে। আমার ইচ্ছা ছিল না, কিন্তু এটা আমাকে করতে হচ্ছে।"
Vishal Garg: “I wish I didn’t have to lay off 900 of you over a zoom call but I’m gonna lay y’all off right before the holidays lmfaooo”pic.twitter.com/6bxPGTemEG
— litquidity (@litcapital) December 5, 2021
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী, বিশাল গর্গ কর্মীদের ঠিক ছুটির মরশুম শুরুর আগে গণছাঁটাই করেন। তিনি জুম কলেই জানিয়ে দেন, ছাঁটাই হওয়া কর্মীদের এইচআর বিভাগ থেকে মেল করা হবে বকেয়া টাকা এবং অন্যান্য সুবিধা সংক্রান্ত বিষয়ে। সংস্থার সিএফও কেভিন রায়ান সিএনএন-কে জানিয়েছেন, "বছরের এই সময়ে এতজনকে ছাঁটাই করা খুব দুঃখজনক।"
জুম কলে বিশাল আরও বলেন, "বাজার দ্রুত বদলাচ্ছে। বাজারে টিকে থাকতে গেলে কোম্পানিকে কঠোর সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্ত আমার, তাই আমার থেকেই আপনাদের শোনা উচিত ছিল। এই নিয়ে দ্বিতীয় বার আমি কর্মী ছাঁটাই করছি। যা আমার কাছে খুব কঠিন ব্যাপার। এর আগের বার ওটা করার সময় আমি কেঁদেছিলাম। কিন্তু এবার আশা করছি আমি শক্ত থাকতে পারব। এখন থেকে আপনারা এই সংস্থার কর্মী নন।"
আরও পড়ুন কেন জন্ম দেওয়া হল তাঁকে? মায়ের চিকিৎসকের বিরুদ্ধে মামলা, কোটি টাকা পেলেন তরুণী
ইতিমধ্যেই ছাঁটাই হওয়া কর্মীরা জুম কলের সেই রেকর্ডেড ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন। সেই ভিডিও শোরগোল ফেলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন