হাজারো চেষ্টা করেও আটকানো গেল না যুদ্ধ। ইউক্রেনের বিরুদ্ধে শেষ পর্যন্ত যুদ্ধ ঘোষণাই করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকেই ইউক্রেনজুড়ে চলছে মিসাইল হামলা। দক্ষিণ পূর্ব ইউক্রেনের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হচ্ছে। এদিকে পাল্টা প্রত্যাঘাত করছে ইউক্রেনও। একের পর এক রুশ যুদ্ধবিমান ও হেলিকপ্টার নামানো হচ্ছে। এই পরিস্থিতির জন্য রাশিয়াকেই দায়ী করেছে হোয়াইট হাউস। এই য়ুদ্ধকে 'উস্কানিবিহীন এবং অযৌক্তিক' বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউসের তরফে একক বিবৃতিতে বলা হয়েছে যে, 'প্রেসিডেন্ট পুতিন একটি পূর্বপরিকল্পিত যুদ্ধ বেছে নিয়েছেন যা বিপর্যয়কর। এর ফলে জীবনহানি এবং মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাবে। এই আক্রমণ যে মৃত্যু ও ধ্বংস ডেকে আনবে তার জন্য একমাত্র রাশিয়া দায়ী। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র এবং অংশীদাররা ঐক্যবদ্ধ এবং সিদ্ধান্তমূলক প্রক্রিয়ায় প্রতিক্রিয়া জানাবে। বিশ্ব রাশিয়াকে জবাব দিতে বাধ্য করবে।'
রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা ঘোষণা করার জন্য তিনি তাঁর জি-৭ গোষ্ঠীভূক্ত দেশের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন বিডেন। মার্কিন পের্সিডেন্ট জানান, 'আমরা আমাদের ন্যাটো মিত্রদের সঙ্গে সমন্বয় করব যাতে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া নিশ্চিত করা যায় যা জোটের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনকে প্রতিরোধ করে। আমি আজ সন্ধ্যায় হোয়াইট হাউস থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করব এবং আমার জাতীয় নিরাপত্তা দলের কাছ থেকে নিয়মিত আপডেট পেতে থাকব।'