/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/05/bilawal-bhutto-zardari.jpg)
'ড্রিম গার্ল' পেয়েছেন পাকিস্তানের নতুন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। শুদ্ধ স্বরের রাগই হোন বা সিন্ধ্রি শব্দের সুফি, তাঁর ভাবনায় অশান্তি নেই। বিশ্ববাণিজ্যের দরবারে ভারত-পাকিস্তান হাত ধরে হাঁটছে, এটাই এখন তাঁর 'ড্রিম গার্ল'। তাই একটানা যেন শুদ্ধ স্বরে গেয়ে চলেছেন, প্রমোদ চক্রবর্তী পরিচারিত ১৯৭৭ সালের ব্লকবাস্টার ছবি 'ড্রিম গার্ল'-এর কলি, 'কঁহি তো মিলেগি, কভি তো মিলেগি, আজ নেহি তো কাল।'
বুধবারই তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন ভারত-পাকিস্তানের সম্পর্কের ব্যাপারে। উপমহাদেশের পরমাণু শক্তিধর দুই বৈরী প্রতিবেশীর সম্পর্ক জন্মলগ্ন থেকেই কাঁটায় বিছানো, রক্তে ভেজা। তাতে যেন গোলাপের পাপড়ি বিছিয়ে দিতে চান। কার্যত এই ভঙ্গীতেই বিলাওয়াল জানান, তিনি আশাবাদী যে ভারত-পাকিস্তানের মধ্যে আর্থিক এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন হবে। কিন্তু, সেটা কবে, তা-ও স্পষ্ট করেছেন বিলাওয়াল। তাঁর কথায়, 'আজ নেহি তো কাল, সেই দিনটা আসবে। সেই দিন আমরা (পাকিস্তান) আমাদের সমস্ত আর্থিক ক্ষমতা এবং ইচ্ছা সমৃদ্ধির কাছে লাগাব। আমার ধারণা, সেটা আমার জীবদ্দশাতেই আসবে। যখন আমরা আমাদের অঞ্চলের দ্বন্দ্ব মেটাতে সক্ষম হব।'
তবে, এই সম্পর্ক গড়ার জন্য পাকিস্তান যে জাতীয় স্বার্থের সঙ্গে আপোস করবে না, তা-ও পাক্কা রাজনীতিবিদের মতোই তিনি স্পষ্ট করে দিয়েছেন। শুধু ভারতই নয়। বিলাওয়াল মুখ খুলেছেন ইউক্রেন প্রসঙ্গেও। ভারত দীর্ঘদিন ধরেই বলে আসছে, ইউক্রেন সমস্যা কেবলমাত্র বৈঠক এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে মেটানো সম্ভব। বিলাওয়ালের দাবি, পাকিস্তানেরও তেমনটাই মত। বিশ্ব আর্থিক মঞ্চের বার্ষিক বৈঠকে অংশ নিয়েছেন বিলাওয়াল।
আরও পড়ুন-জঙ্গিদের সহায়তার সাজা, যাবজ্জীবন কারাবাসে থাকবেন ইয়াসিন মালিক
তারই ফাঁকে সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত এক আলোচনাচক্রে তিনি একথা জানান। ইমরান খান সরকারের অপসারণের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ। শত্রুতা ভুলে বিরোধী মুসলিম লিগ নওয়াজ আর পাকিস্তান পিপলস পার্টি বর্তমান সরকারের সহযোগী। তার মধ্যে পাকিস্তান পিপলস পার্টির অন্যতম শীর্ষনেতা বিলাওয়ালকে বিদেশমন্ত্রী করেছেন শাহবাজ। পাকিস্তানের আর্থিক অবস্থা বর্তমানে অত্যন্ত খারাপ। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল যে সেই চরম পরিস্থিতি ভারতের হাত ধরে উতরোনোর কথা ভাবছেন, বুধবার যেন সেকথাই স্পষ্ট করল।
Read full story in English