রক্তাক্ত পাকিস্তান। মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পেশোয়ারের দীর কলোনি। একটি মাদ্রাসায় বিস্ফোরণ ঘটে। সেদেশের দ্য ডন পত্রিকার প্রতিবেদন অনুসারে বিস্ফোরণের জেরে নিহত অন্তত ৭ জন। মৃতদের মধ্যে ৪ জনই শিশু। জখম ৭০ জনেরও বেশি।
জানা গিয়েছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা একটি প্লাস্টিকের ব্যাগে বিস্ফোরক রেখে গিয়েছিল। কে বা কোন গোষ্ঠীর তরফে এই কাজ করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় লেডি রিডিং হসপিটালের মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। গভীরভাবে জখম হয়েছেন ৭০ জনের বেশি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামিয়া জুবাইরিয়া মাদ্রাসায় ইসলাম পাঠের সময়ই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। সাধারণত প্রাপ্তবয়স্ক ছাত্ররাই মাদ্রাসায় পড়াশোনা করে। তবে, বিস্ফোরণের সময় সেখানে শিশু-সহ সেখানে অনেক ছাত্রই অধ্যয়ন করছিল।
জখমদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা হাসপাতাল কর্তৃপক্ষের। আফগানিস্থান লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার। সাম্প্রতিক অতীতে এই অঞ্চলে একাধিক জঙ্গি নাশকতার ঘটনা ঘটেছে। মসজিদ বা মাদ্রাসায় জঙ্গি হানার নজিরও রয়েছে। দিন কয়েক আগেই পাক দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর কোয়েট্টায় জঙ্গি নাশকতায় ৩ জনের মৃত্যু হয়। গত মাসেই পাকিস্তানের নৌশেরার আকবরপুরায় বিস্ফোরণে ৫ জনের প্রাণ গিয়েছিল। ২১ অক্টোবর করাচিতে মাসকান চৌরঙ্গী এলাকার কাছে গুলশন-ই-ইকবাল এলাকার বিস্ফোরণে নিহত হন ৫ জন।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন