Advertisment

আশঙ্কা সত্যি করেই কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ! নিহত একাধিক শিশু-সহ অন্তত ১৩

Kabul Blast Update: জনবহুল কাবুল বিমানবন্দরে হামলা চালাতে পারে আইএস জঙ্গিরা। এমন সতর্কতা আগে থেকেই ছিল ইউএস এবং ইউকে প্রশাসনের কাছে।

author-image
IE Bangla Web Desk
New Update
It was a tragic mistake, says United States on Kabul drone strike

কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

Kabul Blast Update: ইউএস এবং তার সহযোগী দেশগুলোর কাছে সতর্কবার্তা ছিল। সেই মোতাবেক সম্ভাব্য জঙ্গি হামলায় প্রাণহানি এড়াতে মার্কিন নাগরিক-সহ অন্য দেশের নাগরিকদের কাবুল বিমানবন্দর থেকে দূরে থাকতে সতর্ক করা হয়েছিল। বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধ্যার পর সেই সম্ভাবনা সত্যি হল। কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে নিহত ১৩, আহত একাধিক। জানা গিয়েছে, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। তালিবান বাহিনীর সদস্যরা জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন করা হয়েছে।

Advertisment

দেশ ছাড়ার হিড়িকে যখন দলে দলে আফগানরা কাবুল বিমানবন্দরে জড়ো হয়েছিলেন, তখন ঘটেছে এই বিস্ফোরণ। এই বিস্ফোরণের জেরে মার্কিন উদ্ধারকারী বাহিনীর সদস্যরা আহত হয়েছে। পেন্টাগনের একটি সূত্রে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে একটি সংবাদ মাধ্যম। তবে বিস্ফোরণের ফলে ব্রিটিশ নাগরিক কিংবা উদ্ধারকারী বাহিনীর এখনও হতাহতের খবর মেলেনি।

আফগানিস্তানে অস্থিরতার সুযোগে সে দেশে বিশেষ করে জনবহুল কাবুল বিমানবন্দরে হামলা চালাতে পারে আইএস জঙ্গিরা। এমন সতর্কতা আগে থেকেই ছিল ইউএস এবং ইউকে প্রশাসনের কাছে। সেই সতর্কতা অবলম্বনে এই দুই দেশের নাগরিকদের কাবুল বিমানবন্দর থেকে দূরে থাকতে আবেদন করা হয়েছিল। এমনটাই স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর।  

এদিকে, এই বিস্ফোরণের সত্যতা স্বীকার করে পেন্টাগন মুখপাত্র জন কিরবি ট্যুইটে লেখেন, ‘অ্যাবে গেট বিস্ফোরণে মার্কিন-সহ আফগান নাগরিকরা জখম হয়েছেন। কাবুল বিমানবন্দরের ঢিল ছোড়া দূরত্বে ব্যারন হোটেলে আরও একটি ছোট বিস্ফোরণ হয়েছে।‘ অপরদিকে আয়ারল্যান্ড সফররত ফরাসি প্রেসিডেন্ট এই বিস্ফোরণে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আমরা একটা উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে রয়েছি। নিরাপত্তার কারণে কাবুলের ফরাসি রাষ্ট্রদূত আফগানিস্তান ছেড়েছেন। কিন্তু বিশেষ ফরাসি বাহিনী এখনও কাবুল বিমানবন্দরে রয়েছে।‘       

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

Kabul Blast Taliban IS Attack Afghanistan Today
Advertisment