Advertisment

ব্লগার অভিজিৎ রায় হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড দিল বাংলাদেশ

কড়া নিরাপত্তার মধ্যে সকাল ১০ নাগাদ আদালতে নিয়ে আসা হয় অভিযুক্তদের। মঙ্গলবার দুপুরে রায় ঘোষণার আগে ঢাকার আদালতে আসামিদের আনা হয়৷

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রায় ছয় বছর আগে ঢাকায় বইমেলা চলার সময়ে জঙ্গি হামলায় নিহত ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের মামলায় আদালত পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ এক ট্রাইব্যুনালে আজ এই রায় দেয়া হয়। পাঁচ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হল— মেজর সৈয়দ জিয়াউল হক, জঙ্গিনেতা আকরাম হোসেন, আবু সিদ্দিকি ওরফে সাকিব, মোজাম্মেল হোসেন এবং আরাফত রহমান।

Advertisment

ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ আদালতে এই মামলার শুনানি ছিল। সেই উপলক্ষে আদালত চত্বরে বিশাল নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কড়া নিরাপত্তার মধ্যে সকাল ১০ নাগাদ আদালতে নিয়ে আসা হয় অভিযুক্তদের। মঙ্গলবার দুপুরে রায় ঘোষণার আগে ঢাকার আদালতে আসামিদের আনা হয়৷ আইনজীবীরা জানান, ফারাবীকে রায়ের পর কিছুটা বিমর্ষ দেখালেও বাতি তিনজন রায়ের আগের মতোই ‘উৎফুল্ল ও উদ্ধত’ ছিল৷

দুপুর ১২টা নাগাদ অভিযুক্তদের কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে বহু মানুষ জড়ো হয়েছিলেন। ২০১৫-র ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কুপিয়ে খুন করা হয় অভিজিৎকে। হামলা চালানো হয় তাঁর স্ত্রী রফিদা আহমেদের উপরও। তিনি গুরুতর আহত হন।

মঙ্গলবার দীর্ঘপ্রতীক্ষিত এ মামলার রায় ঘোষণার সময় অভিজিতের পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Advertisment