scorecardresearch

কোভিড থাবা এবার রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে! নিউ ইয়র্কে সংক্রমিত ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

UNGA: মার্সেলোর সফরসঙ্গী ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন।

Covid Infection at UN
ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী।

United Nation General Assembly: করোনার থাবা এবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে। সংক্রমিত হলেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুয়েইরোগা। এরপরেই উদ্বেগ বেড়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ঘিরে। কারণ সঙ্ঘের অধিবেশনে মার্সেলোর সফরসঙ্গী ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন।

এদিকে এই ঘটনার পর বিবৃতি দিয়েছে রাষ্ট্র সঙ্ঘ। সেই বিবৃতিতে উল্লেখ, নিউ ইয়র্কে কোয়ারান্টিন রয়েছেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী। তিনি সুস্থ আছেন। ব্রাজিল থেকে আগত অন্য প্রতিনিধিদের নমুনা নেগেটিভ।‘ এদিকে, ব্রিটিশ দৈনিকে একটি খবর প্রকাশ হয়েছে, রাষ্ট্র সঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ ছাড়বে ফ্রান্স। বদলে তৈরি করা হবে ইউরোপীয় ইউনিয়ন আর্মি। এই খবরের সত্যতা অস্বীকার করেছে প্যারিস।  

অপরদিকে, তাদের স্বীকৃতি নিয়ে তুমুল বিরোধিতা সত্ত্বেও নিজেদের কথা বিশ্ব দরবারে তুলে ধরতে চায় তালিবান। তাই রাষ্ট্রসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে অংশ নিতে চেয়ে রাষ্ট্রসংঘের কাছে আবেদন করল তালিবান। রাষ্ট্রসংঘে আফগানিস্তানের নতন রাষ্ট্রদূত হিসাবে সংগঠনের মুখপাত্র সুহেল সাহিনকে নিযুক্ত করেছে তালিবান। এই মর্মে বিদেশমমন্ত্রী আমির খান মুত্তাকি রাষ্ট্রসংঘের মহাসচিবকে চিঠি লিখেছেন।

গত ১৫ অগস্ট আফগানিস্তানের দখল নিয়ে গোটা বিশ্বকে হতচকিত করে দিয়েছে তালিবান। কিন্তু এখনও তাদের স্বীকৃতি দেয়নি বিশ্বের তাবড় দেশ। গত ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্তেফান দুজারিক আফগানিস্তানের বর্তমান রাষ্ট্রদূত গুলাম ইসাকজাইয়ের কাছ থেকে একটি বার্তা পান। সেই বার্তায় ৭৬তম জেনারেল অ্যাসেম্বলির জন্য আফগান প্রতিনিধিদের তালিকা দেওয়া হয় দুজারিককে।

পাঁচদিন পর গুতেরেস আরও একটি বার্তা পান ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে। তাতে স্বাক্ষর ছিল বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকির। সেই বার্তায় রাষ্ট্রসংঘের অধিবেশনে অংশ নেওয়ার আবেদন জানায় তালিবান সরকার। সেই চিঠিতে মুত্তাকি সাফ জানিয়েছেন, আফগান প্রেসিডেন্ট আসরাফ ঘানিকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং আর বিশ্বের কোনও দেশ তাঁকে আফগান প্রেসিডেন্ট হিসাবে মানছে না। তাই ইসাকজাই আর কোনওভাবে আফগানিস্তানের রাষ্ট্রদূত নন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest World news download Indian Express Bengali App.

Web Title: Brazils health minister has tested positive during unga in new york world