করোনাভাইরাস রুখবেন কীভাবে? বিগত কয়েকমাস ধরে বিশেষজ্ঞদের ভুরি ভুরি পরামর্শে সকলেই এখন প্রায় মোটামুটি অবগত। কিন্তু বাজারে মাস্কের সঙ্গে দেদার বিকোচ্ছে ফেস শিল্ডও। মাস্ক পরলে কি ফেস শিল্ড পরার দরকার আছে? নাকি মাস্কের বদলে ফেস শিল্ড পরলেই হবে? এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মাস্কের বদলে ফেস শিল্ড ব্য়বহার করা মোটেই সুরক্ষিত নয়। অতএব মাস্কে মুখ ঢাকতেই হবে।
মাস্কের বদলে আপনি ফেস শিল্ড ব্য়বহার করতে পারেন না। অন্তত এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য় আধিকারিকদের মতে, মাস্কের বিকল্প হিসেবে ফেস শিল্ড আদৌ সুরক্ষিত কিনা কিংবা এ ধরনের প্লাস্টিকের সুরক্ষাকবচে আক্রান্ত ব্য়ক্তির থেকে অন্য়ান্য়দের শরীরে সংক্রমণ ঠেকানো যাবে কিনা সে ব্য়াপারে যথেষ্ট গবেষণা হয়নি।
তাহলে আপনি ফেস শিল্ড কেনই বা পরবেন? বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক পরার পাশাপাশি যদি আপনি করোনাভাইরাসের থেকে আরও কিছুটা নিজেকে নিরাপদে রাখতে চান, তাহলে 'একস্ট্রা প্রোটেকশন' হিসেবে ফেস শিল্ড ব্য়বহার করতেই পারেন।
আরও পড়ুন: কেন করোনার পুন:সংক্রমণ ভাবিয়ে তুলেছে বিশ্বকে?
অবশ্য়, বিশেষজ্ঞদের মতে, ফেস শিল্ডের একটা কার্যকরী দিকও রয়েছে। মাস্ক পরলে যেমন শুধু মুখ ঢাকা থাকছে। কিন্তু মাস্কের সঙ্গে ফেস শিল্ড পরলে আপনার চোখও অনেকটা সুরক্ষিত থাকতে পারে। পাশাপাশি মুখাবয়বে আপনার হাতের স্পর্শ লাগবে না, যার ফলে আপনি ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অনেকটাই নিরাপদে থাকতে পারবেন।
ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্য়ান্ড প্রিভেনশন সূত্রে জানা যাচ্ছে, হুডেড বা যেসব ফেস শিল্ডের চারদিকে র্যাপ দিয়ে মোড়া, সেসব অনেকটাই সুরক্ষিত। তবে , যদি আপনার কাছে পুনর্ব্য়বহারযোগ্য় ফেস শিল্ড থাকে, তাহলে তা ব্য়বহার করার পরিষ্কার করা বাঞ্ছনীয়। ফেস শিল্ড পরার আগে এবং খোলার আগে হাত ধোওয়া আবশ্য়ক। সেইসঙ্গে মুখ স্পর্শ না করে ফেস শিল্ড খোলাটাও জরুরি।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন