ওমিক্রনে একবার আক্রান্ত হয়েছেন, তাতে কি! ফের একবার আপনি ওমিক্রনে আক্রান্ত হতেই পারেন। এমন দাবী মার্কিন বিশেষজ্ঞের। এমনিতেই ওমিক্রন যেভাবে সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে তাতে সকলের মনেই একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল, ওমিক্রনে একবার আক্রান্ত হয়ে সেরে উঠলে ফের কি শরীরে থাবা বসাতে পারে ওমিক্রন? এবার তার উত্তরে আশঙ্কার খবর শোনালেন মার্কিন মহামারী বিশেষজ্ঞ এরিক ফেইগল-ডিং।ওমিক্রন থেকে সেরে ওঠার পরেও দ্বিতীয়বার এই প্রজাতিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছেন এরিক। ফলে প্রথমবার ওমিক্রনে আক্রান্ত হয়েই মিলছে না স্বস্তি। ডেল্টার তুলনায় কয়েকগুণ বেশি সংক্রামক ওমিক্রনে অসুস্থতার হার কম। তবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে দ্বিতীয়বারও আক্রান্ত হতে পারেন অনেকে।
দক্ষিণ আফ্রিকায় প্রথম খোঁজ মেলা করোনার নতুন রূপ ওমিক্রনকে 'উদ্বেগের কারণ' হিসেবে চিহ্নিত করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপর কয়েক সপ্তাহের মধ্যেই আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, ভারত সহ বিশ্বের প্রায় সকল দেশেই দাবানলের মত ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ওমিক্রনে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরও সামনে এসেছে। আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে হাসপাতালে ভর্তির সংখ্যা। বিপুল পরিমাণ স্বাস্থ্য কর্মী ওমিক্রনে আক্রান্ত হওয়াতে ভারত সহ বিশ্বের একাধিক দেশে স্বাস্থ্য পরিষেবা প্রবল সংকটের মুখে পড়েছিল।
মার্কিন সংক্রামক বিশেষজ্ঞ এরিক ফেইগল-ডিং একটি টুইট বার্তায় জানিয়েছেন, দ্বিতীয়বার ওমিক্রনে সংক্রমিত হওয়ার সম্ভাবনা কতটা, তা নিয়ে সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে নানা আলোচনা চলছে। তবে এটা নিশ্চিত, ওমিক্রন থেকে সেরে ওঠার পরও যে কেউ দ্বিতীয়বার এতে সংক্রমিত হতে পারেন। কোন কোন কারণে আক্রান্ত হতে পারেন? এরিকের বক্তব্য, যদি প্রথমবারের ওমিক্রন সংক্রমণ তীব্র না হয় এবং তা রোগ প্রতিরোধ ক্ষমতাকে যথেষ্ট উদ্দীপিত না করে থাকে, তাহলে দ্বিতীয়বার এতে সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যাঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাঁরাও দ্বিতীয়বার ওমিক্রনে সংক্রমিত হতে পারেন।
মাত্র কয়েকদিন আগেই বিশ্বস্বাস্থ্য সংস্থা’র তথ্য অনুসারে, ওমিক্রনে বিরুদ্ধে লড়াই করতে প্রয়োজন নতুন টিকা। তার জন্য বিশ্বের বিভিন্ন দেশকে এগিয়ে আসার এবং সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানানো হয়েছিল। সংস্থার তরফে এও বলা হয়েছিল, বুটার ডোজ সেভাবে ওমিক্রন প্রজাতিকে আটকাতে সক্ষম হবে না। এদিকে রোজই পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। এর মাঝে মার্কিন এই মহামারি বিশেষজ্ঞের নয়া তথ্য ঘিরে উদ্বেগ চরমে।