চিনের ফের বাড়ছে নতুন করোনা ভাইরাসের প্রভাব। শুক্রবার সে দেশে আরও ১৩০ জন নতুন করে আক্রান্ত হয়েছে এই ভাইরাসে এমনটাই জানান হয়েছে। ইতিমধ্যেই চিনের উত্তর পূর্বাঞ্চল এলাকায় লকডাউন হয়ে গিয়েছে।
হেবাই প্রদেশের রাজধানী শিজিয়াজুয়াংয়ে নতুন কোয়ারেন্টাইন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। জাতীয় স্বাস্থ্য কমিশনের রিপোর্ট অনুযায়ী ১৩০ জন নতুন কোভিড–১৯ সংক্রমিতর খোঁজ পাওয়া গিয়েছে, যার মধ্যে ১৪টি বিদেশি কোভিড–১৯ কেস। ১২৪টি কেস স্থানীয় সংক্রমণের এবং ৮১টি করোনা কেস হেবাই প্রদেশের।
আরও পড়ুন, মানসিক অবসাদের জেরে নষ্ট হচ্ছে করোনা টিকার কার্যকারীতা
গত বছর মে মাসের পর থেকে এই সাতমাসে সেখানে আর কারও মৃত্যু হয়নি। তবে নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় চিনের দুই প্রদেশের চার শহরে লকডাউন জারি রয়েছে। ২০১৯ সালের শেষ দিকে চিনের উহান শহরেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে পরে তা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে।
হেবাইয়ের ভাইস গর্ভনর শু জিয়ানপেই ঘোষণা করেছেন যে শিজিয়াজুয়াং,জিঙ্গটাই এবং লাংফাংয়ে দ্বিতীয় দফার গণটেস্ট করা শুরু হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন