Advertisment

সিঁদুরে মেঘ, ১ বছরের বেশি সময় পর চিনে করোনায় মৃত ২

বেশ কয়েকটি শহরে জারি হয়েছে লকডাউন। তার মধ্যেই আতঙ্ক আরও বাড়ল।

author-image
IE Bangla Web Desk
New Update
China reports 2 corona deaths first in more than one year

করোনা সংক্রমণ ঘিরে চিনে ফের আতঙ্ক।

গত কয়েক দিন ধরেই চিনে করোনা সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণ রুখতে নেওয়া হয়েছে জিরো টলারেন্স নীতি। কিন্তু এখনও দৈনিক আক্রান্তের সংখ্যা রক্তচক্ষুর ইঙ্গিত করছে। বেশ কয়েকটি শহরে জারি হয়েছে লকডাউন। তার মধ্যেই আতঙ্ক বাড়ল। এক বছরেরও বেশি সময় বাদে চিনে কোভিডে ফের ২ জনের মৃত্যু হয়েছে। সেদেশের জ্তীয় স্বাস্থ্য কর্তপক্ষ যা নিশ্চিত করেছে। এর আগে করোনা ভাইরাসে চিনের মৃত্যু হয়েছিল ২০২১ সালের জানুয়ারিতে।

Advertisment

কোভিডে মৃত্যু হয়েছে চিনের উত্তর-পূর্বের জিলিন প্রদেশে। এখনও পর্যন্ত সেদেশে কোভিডে প্রাণ গিয়েছে মোট ৪ হাজার ৬৩৮ জনের।

বর্তমানে ওমিক্রন প্রজাতীয় ভাইরাসের প্রকোপ বেড়েছে চিনে। গোষ্ঠী সংক্রমণের জেরে হু হু করে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। শনিবার পাওয়া রিপোর্ট অনুযায়ী, দৈনিক আক্রান্তের হার ২ হাজার ১৫৭ জন। ভাইরাস ছড়িয়ে পড়ার গতি রুখতে জিলিনে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। জিলিনের সীমানায় যেতে হলেও লাছে পুলিশি অনুমতি। সংক্রমণ রুখতে নমুনা ব্যাপক হারে নমুনা পরীক্ষা, লকডাইন কার্যকর ও আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

চিনের পাশাপাশি দক্ষিণ কোরিয়াতেও কোভিড সংক্রমণের হার বাড়ছে, বেড়েছে প্রাণহানিও।

Read in English

World News China Corona corona COVID-19
Advertisment