ভারত মহাসাগরেই ভেঙে পড়ল চিনা রকেট! আতঙ্কের অবসান

রকেটটি ভেঙে পড়লে ক্ষয়ক্ষতি কি হতে পারে তা নিয়ে সংশয় প্রকাশ করেছিল বিশ্বের একাধিক মহল।

রকেটটি ভেঙে পড়লে ক্ষয়ক্ষতি কি হতে পারে তা নিয়ে সংশয় প্রকাশ করেছিল বিশ্বের একাধিক মহল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভয় ছিলই। কয়েকদিন আগেই মহাশূন্যে হারিয়ে গিয়েছিল চিনা রকেট। রবিবার ভারত মহাসাগরে ভেঙে পড়ল 'লং মার্চ ৫বি রকেট'টি। গত কয়েকদিন ধরে এই রকেট কোথায় গেল তা নিয়ে রীতিমতো আতঙ্কে ছিল মহাকাশ বিজ্ঞানীরা। পৃথিবীর কোথায় কখন চিনা রকেট হানা দেবে তা নিয়ে চিন্তা বাড়ছিল।

Advertisment

বিস্ফোরণের পর বিশাল চিনা রকেটের ধ্বংসাবশেষ রবিবার ছড়িয়ে পড়ল ভারত মহাসাগরে। যদিও এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে জিনপিংয়ের দেশের প্ৰযুক্তি নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

রকেটটির ওজন ছিল প্রায় ২২ মেট্রিক টন। রকেটটি ভেঙে পড়লে ক্ষয়ক্ষতি কি হতে পারে তা নিয়ে সংশয় প্রকাশ করেছিল বিশ্বের একাধিক মহল। এর আগে মার্কিন সামরিক বাহিনী পূর্বাভাস বলেছিল, চিনের রকেট তুর্কমেনিস্তানে ভেঙে পড়বে। তারা জানায়, ভারতীয় সময় অনুযায়ী ভোর ৪টে নাগাদ ভেঙে পড়বে।

Advertisment

তবে চিনের স্পেস ইঞ্জিনিয়ারিং অফিসের পক্ষ থেকে চিনের সংবাদমাধ্যম জানিয়েছে, বেজিংয়ের সময় ৯ মে ২০২১ রবিাবার ১০টা ২৪ মিনিটে পূর্ব দ্রাঘিমাংশে ৭২.৪৭ এবং ২.৬৫ ডিগ্রি উত্তর অক্ষাংশে ভারত মহাসাগরে ভেঙে পড়েছে এই রকেট।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

china Indian Ocean