Advertisment

ভারতের সঙ্গে সীমান্ত বিবাদ নিয়ে আমেরিকার মাতব্বরি চলবে না, হুমকি বেজিংয়ের

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার নাক গলানো ভাল চোখে দেখছে না চিন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লাদাখ সীমান্ত বিবাদ ভারত ও চিনের দ্বিপাক্ষিক ইস্যু। সেই সমস্যা দুই দেশ আলোচনা করে সমাধান করবে। এখানে তৃতীয় পক্ষের মাতব্বরি বরদাস্ত করবে না বলে বুধবার জানিয়ে দিল বেজিং। আমেরিকার ইন্দো-প্যাসিফিক রণনীতির তীব্র নিন্দা করে মাতব্বরি বন্ধ করার জন্য সতর্ক করেছে চিন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার নাক গলানো ভাল চোখে দেখছে না বেজিং।

Advertisment

বেজিংয়ের এই প্রতিক্রিয়ার কারণ হল একদিন আগেই মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার পদক্ষেপ নিয়ে নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছেন। পম্পেও আশ্বাস দিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের উপর কোনও শক্তির রক্তচক্ষু সহ্য করবে না আমেরিকা। মঙ্গলবারই দিল্লিতে ইন্দো-মার্কিন দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন হয়। সেই বৈঠকেই ভারত-চিন সীমান্ত বিবাদ নিয়ে কথা ওঠে। এরপরই পম্পেও এমন উক্তি করেন। যা নিয়ে অসন্তুষ্ট বেজিং।

আরও পড়ুন নজরে চিন, গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি ভারত-আমেরিকার

ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে আমেরিকা। যার জেরে সিঁদুরে মেঘ দেখছে বেজিং। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মিডিয়া ব্রিফিংয়ে জানিয়েছেন, ভারত-চিন সীমান্ত বিবাদ দুই দেশের সমস্যা। বর্তমানে সীমান্তে স্থিতাবস্থা বজায় রয়েছে। দুই পক্ষ আলাপ-আলোচনার মধ্যে দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছে। সীমান্তে উত্তেদনা কমাতে সেনা ও কূটনৈচিক স্তরেও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ওয়াং। ইন্দো-প্যাসিফিক রণনীতি নিয়ে আমেরিকার ঠান্ডা লড়াইয়ের মানসিকতা প্রকাশ্যে এসে গিয়েছে বলে কটাক্ষ ওয়াংয়ের। বলেছেন, আমেরিকা মাতব্বরি করছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Ladakh USA india china standoff
Advertisment