Advertisment

হিমালয়ের থেকেও তিন থেকে চারগুণ বড় সুপার মাউন্টেনের সন্ধান এই পৃথিবীতেই

হিমালয়ের থেকে আকারে তিন থেকে চারগুন বড় এবং সুদূরপ্রসারী সুপার মাউন্টেনের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

হিমালয়ের থেকে আকারে তিন থেকে চারগুন বড় এবং সুদূরপ্রসারী সুপার মাউন্টেনের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

পৃথিবীর উচ্চতম পর্বত হিমালয়। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, এককালে হিমালয়ের চেয়ে উঁচু পর্বত ছিল পৃথিবীতে, তাও আবার একটা নয়, দুটো। আর বিশালতায় তো হিমালয়ের তিন গুণ ছিল তারা। বিজ্ঞানীরা এই দুই পর্বতকে নাম দিয়েছেন ‘সুপারমাউন্টেন’।

Advertisment

সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায়, কিছু অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা এই সুপার মাউন্টেনের সন্ধান সম্পর্কে জানিয়েছেন। জানা গেছে সেগুলি হিমালয়ের থেকে আকারে তিন থেকে চারগুন বড় এবং সুদূরপ্রসারী। 'আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স লেটার্স' জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষনাটি। এই সুপারমাউন্টেন পৃথিবীতে বিরাজ করত প্রাগৈতিহাসিক যুগে।

আর্থ অ্যান্ড প্ল্যানেটরি সায়েন্স লেটার্স জার্নালে এই সংক্রান্ত একটি গবেষণা প্রকাশ করেছে। তাতে জানা যাচ্ছে, এই দুই দৈত্যাকার পর্বতের সৃষ্টি এবং ধ্বংস পৃথিবীর বিবর্তনের নেপথ্যে অনেকটা দায়ী। সেই সময়েই জন্ম হয়েছিল জটিল কোষের। এ প্রায় ২০০ কোটি বছর আগেকার ঘটনা। আর একটি ৫৪১ মিলিয়ন বছর আগের। বিজ্ঞানীদের ধারণা এই পর্বতগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে সমুদ্রের জলে প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্টস জমা করে দিয়েছিল।

যার ফলে যার ফলে শক্তি উৎপাদন এবং ‘সুপারচার্জিং’ বিবর্তন দ্রুত হয়। ওই পর্বত যে সমস্ত খনিজ রেখে গিয়েছে তা গবেষণা করেই এত তথ্য উদঘাটন করেছেন বিজ্ঞানীরা। যেমন জিক্রন ক্রিস্ট্যাল তৈরি হয় পর্বতের অভ্যন্তরে প্রচণ্ড চাপের ফলে। অথচ সেই পর্বত ধ্বংস বা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরেও জিক্রন থেকে যায়। ওই জিক্রনের পরীক্ষা নিরীক্ষা করেই পর্বত সৃষ্টি হওয়ার সময়ের রহস্যের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা।

Supermountain
Advertisment