Advertisment

সপ্তাহে দু'দিন দেখাতে হবে প্রচারমূলক ছবি, সিনেমা হলগুলিকে নির্দেশ জিনপিং প্রশাসনের

কমিউনিস্ট পার্টির শতবর্ষকে স্মরণীয় করে রাখতে এই পদক্ষেপ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সপ্তাহে দুবার দেখাতে হবে সরকারি প্রচারমূলক ছবি। সিনেমা হলগুলিকে কড়া নির্দেশ জিনপিং প্রশাসনের। দেশের সমস্ত সিনেমা হলকে এই নির্দেশ দিয়েছে চিন। আগামী সপ্তাহ থেকে এই নির্দেশ কার্যকর হবে, বলবৎ থাকবে গোটা বছর। এমনটাই জানা গিয়েছে চিনা সংবাদমাধ্যম সূত্রে।

Advertisment

এছাড়া ন্যাশনাল অ্যালায়েন্স অফ আর্টহাউস সিনেমাস বা পিপলস সিনেমা সার্কিটের অন্তর্গত ৫ হাজার সিনেমা হলকে এই নির্দেশ দেওয়া হয়েছে, সপ্তাহে পাঁচবার প্রচারমূলক ছবি দেখাতে হবে। জানা গিয়েছে, আগামী ১ এপ্রিল চিনা কমিউনিস্ট পার্টির শতবর্ষ উপলক্ষে জাতীয় চলচ্চিত্র কর্তৃপক্ষ এবং প্রচারমূলক বিভাগ এই বছরটিকে স্মরণীয় করে রাখতে এই পদক্ষেপ করেছে।

একটি সরকারি বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যেক প্রদেশের চলচ্চিত্র কর্তৃপক্ষ, অঞ্চল, পুরসভা, প্রত্যেক ফিল্ম কোম্পানি এবং প্রোডাকশন সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে কমিউনিস্ট পার্টির শতবর্ষকে স্মরণীয় করে রাখতে সরকারি প্রচারমূলক ভাল ছবিকে প্রেক্ষাগৃহে দেখানোর জন্য।

ছবির থিম হতে হবে, দলকে ভালবাসা, দেশকে ভালবাসা এবং সমাজবাদকে ভালবাসা। দল, মাতৃভূমি, দেশবাসী এবং দেশের নায়কদের সম্পর্কে সাধুবাদ হতে হবে ছবির মূল বিষয়। বেশ কিছু বাছাই ছবির মধ্যে রয়েছে নর্থ অ্যান্ড সাউথ, ঝ্যাং গা দ্য সোলজার বয় এবং হান্ড্রেড রেজিমেন্ট অফেনসিভ। এছাড়াও প্রেসিডেন্ট শি জিনপিংকে দেশের সবচেয়ে বড় হিরো হিসাবে এবং কমিউনিস্ট পার্টির দেশপ্রেমিক ভাবমূর্তিকে ছবির মাধ্যমে তুলে ধরার কথা বলে হয়েছে।

china Xi Jinping
Advertisment