/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/03/china-corona-lockdown.jpg)
চিনে এই মুহুর্তে টিকাদানের হার ৮৭ শতাংশ।
চিনে আবারও লকডাউন। দেশটির উত্তর-পূর্ব প্রান্তের শহর চাংচুনে লকডাউন কার্যকররের ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণ ফের মাথাচাড় দিচ্ছে এই অঞ্চলে। ফলে, সংক্রমণ রোধে শুরুতেই কঠোর পদক্ষেপের পথে চিনা প্রশাসন।
চাংচুনের বাসিন্দাদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। শুধু তাই নয়, সংক্রমণ নির্ণয়ে করোনা পরীক্ষার উপরও জোর দেওয়া হয়েছে। প্রসাসনের তরফে নাগরিকদের বলা হয়েছে যে, প্রত্যেককে তিন দফায় গণ নমুনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।
অত্যাবশ্যকীয় পণ্যের গাড়ির ব্যবহার ছাড়া সবস্তরের ব্যক্তিগত বা বাণিজ্যিক পরিবহণ ব্যবস্থা স্থগিত বলে ঘোষণা করা হয়েছে।
চিনজুড়ে গত ২৪ ঘন্টায় ৩৯৭জন নতুন করে করোনা সংক্রমিত। এর মধ্যে ৯৮ জনই চাংচুনকে ঘিরে থাকা জিলিন প্রদেশের। শহরের মধ্যেই মাত্র দু'জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।তবে, প্রশাসনের পক্ষে বারংবারবলা হয়েছে যে, কোনও স্থানে এক বা একাধিক সংক্রমিথের হদিশ মিললেই কড়া পদক্ষেপ করা হবে। এক্ষেত্রে 'জিরো টলারেন্স' নীতি কার্যকর হবে।
জিলি্ন প্রদ্শের অন্তর্গত জিলিন শহরে ৯৩ জন আক্রান্তের খবর মিলেছে। প্রশাসন তাই ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ইতিমধ্যে শহরে আংশিক লকডাউনের নির্দেশ দিয়েছে এবং অন্যান্য সব শহরের সঙ্গে ভ্রমণ সংযোগ বিচ্ছিন্ন করেছে।
Read in English