Advertisment

প্রাণে বাঁচতে দেশ ছাড়ার মরিয়া প্রয়াস, কাবুল বিমানবন্দরে জনসমুদ্র, উড়ান ধরতে হাতাহাতি

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানে ঢুকতে ঠেলা-ঠেলি, মারপিঠ চলছে। টার্মিনালে হাজারে হাজারে মানুষের ভিড়। উড়ান ছাড়বে কিভাবে তা নিয়েই সংশয়।

author-image
IE Bangla Web Desk
New Update
It was a tragic mistake, says United States on Kabul drone strike

কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

তালিবানদের হাতে আফগানিস্থান। ফের দমবন্ধ করা পরিবেশ। প্রাণে বাঁচতে মরিয়া আফগানরা। যেকোনও উপায়ে এখন দেশ ছাড়তে চেষ্টা চালাচ্ছেন কাবুল, জালালাবাদ সহ আফগানিস্থানের বিভিন্ন শহরের বাসিন্দারা। সোমবার ভোরের আলো ফোটার আগে থেকেই আফগানরা ভিড় জমিয়েছেন শহরের বিমানবন্দরগুলোতে। সেখানকার অবস্থা জনসমুদ্র। ইতিমধ্যেই কাবুল বিমানবন্দরের ভিড়ের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, আগে বিমানে উঠতে একজন অন্যজনকে ঠেলে ফেলে দিচ্ছেন। বিমানে ওঠার সিঁড়িতে লম্বা লাইন। সেখানেও কার্যত নৈরাজ্য। ঠেলা-ঠেলি, মারপিঠ চলছে। টার্মিনালে হাজারে হাজারে মানুষের ভিড়। উড়ান ছাড়বে কিভাবে তা নিয়েই সংশয়।

Advertisment

আরও পড়ুন- কাবুলে তালিবানরাজ, ‘ভয়ঙ্কর অতীতে ফিরতে চাই না’- শিউড়ে আফগান মহিলারা

আফগানিস্থানের সাংবাদিক আহমের খান টুইটে যে ভিডিও দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে, উড়ানের মধ্যে কোন রকমে প্রবেশের জন্য রীতিমত মারামারি চলছে। সিঁড়িতে লম্বা লাইন। জায়গা পেতে সিঁড়ির পাশ দিয়েও মানুষ উড়ানের দরজার সামনে পৌঁছচ্ছে কোনওমতে। যেকোনও সময়ে ঘটে যেতে পারে বড় কোনও দুর্ঘটনা।

আরেকটি টুইটে দেখা যাচ্ছে, হাজারে হাজারে কাবুলবাসী দেশ ছাড়তে মরিয়া। ভারের আলো ফোটার আগেই কাবুল বিমানবন্দরের মধ্যে ঢুকে পড়েছেন। বিমান ধরার অপেক্ষায় বসে রয়েছেন রানওয়েতে।

রাজধানী কাবুলের পরিস্থিতির টুইটে জানিয়েছেন সেদেশের সাংবাদিক জাওয়াদ সুখানওয়ার। ওই টুইটে আতঙ্কিত কাবুলবাসীকে দেখা যাচ্ছে। টুইটে তিনি লিখেছেন, 'কাবুলের আরও একটি দিনের শুরু। মানুষ কাবুল বিমানবন্দরের দিকে দৌড়চ্ছে।'

মার্কিন বাহিনী আফগানিস্থান ছাড়তেই মাথাচাড় দেয় তালিবানরা। গত কয়েকদিনের প্রতাপেই তালিবান জেহাদিরা একের পর এক আফগান শহরের দখল নিয়েছে। রবিবার জালালাবাদের পর সেদেশের রাজধানী কাবুলও তালিবানদের দখলে। রফাসূত্র না মেলায় ভয়ে দেশ ছেড়েছেন আফগানিস্থানের প্রেসিডেন্টও। একাধিক জনপ্রতিনিধিও দেশ ছাড়ছেন। ফের তালিবানরাজের স্মৃতি মনে পড়তেই শিউড়ে ওঠার অবস্থা আফগানদের। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে যেকোনও উপায়েএখন দেশ ছাড়তে মরিয়া কাবুলের হাজার হাজার বাসিন্দা।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Afganisthan Taliban Kabul Afganistan latest
Advertisment