ভোটের ফল বদলাতে লক্ষ লক্ষ টাকা খরচ ট্রাম্পের

ফেডেরেল ইলেকশন কমিশনের খবর অনুযায়ী, আইনি লড়াই লড়তে ইতিমধ্যেই প্রায় ৮৮ লক্ষ টাকা খরচ করছে রিপাবলিকান নেতা।

ফেডেরেল ইলেকশন কমিশনের খবর অনুযায়ী, আইনি লড়াই লড়তে ইতিমধ্যেই প্রায় ৮৮ লক্ষ টাকা খরচ করছে রিপাবলিকান নেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নভেম্বরে হওয়া নির্বাচনে জো বাইডেনের জয়লাভ এখনও পুরোপুরি মেনে নিতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের হাওয়া ডেমোক্র্যাটদের দিকে ঘুরতেই একাধিক রাজ্যের নিম্ম আদালতে মামলা দায়ের করেছেন ট্রাম্প। ফেডেরেল ইলেকশন কমিশনের খবর অনুযায়ী, আইনি লড়াই লড়তে ইতিমধ্যেই প্রায় ৮৮ লক্ষ টাকা খরচ করছে রিপাবলিকান নেতা।

Advertisment

ট্রাম্পের দাবি ছিল ‘আইন-সম্মত’ ভোট হলে তিনি সহজেই বিজয়ী হয়েছেন।যদিও তিনি ‌‘বেআইনি ভোট’ গোনা হয়েছে বলে অভিযোগ তোলেন।ট্রাম্পের এক্ষেত্রে যুক্তি, যে সব গুরুত্বপূর্ণ রাজ্যে তিনি অনেক ভোটে এগিয়ে ছিলেন সেখানেই পরে ‘রহস্যজনক’ ভাবে অনেক নতুন ভোট গোনা শুরু হয়। উইসকনসিন ইলেকশন কমিশনে পুনর্গণনার জন্য আবেদন করেন তিনি সেখানেই প্রায় ৩৩ লক্ষ টাকা খরচ করেন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন, বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে ‘বিশেষ সেনা’ বানাচ্ছে চিন, সতর্ক করল মার্কিন গোয়েন্দা শাখা

এছাড়াও, নানা ধরনের আবেদন জানিয়ে ট্রাম্প সমর্থকদের বলা হয়েছে নির্বাচনের ফল যাতে ‘চুরি’ করতে না পারে সেজন্য ‘বামপন্থীদের ঠেকিয়ে দিন।‘আর মামলার ব্যয়ের জন্য শুধুমাত্র তারা ৮০ লক্ষ ডলার চাঁদা তুলেছেন বলে টেলিভিশন চ্যানেল সিবিএসকে জানিয়েছেন ‘ট্রাম্প ভিক্টরি’ নামের একটি গ্রুপের অর্থ বিষয়ক চেয়ারম্যান।

Advertisment

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Donald Trump