Advertisment

ফেসবুকে নিষিদ্ধ তালিবান, জেহাদিদের সমর্থনে পোস্ট করলেই পদক্ষেপ

তালিবান সম্পর্কিত কনটেন্টর উপর নজরদারির জন্য বিশেষ টিমও তৈরি করেছে ফেসবুক।

author-image
IE Bangla Web Desk
New Update
Facebook থেকে ফটো-ভিডিও Google Photos-এ নিয়ে যাবেন কীভাবে?

কীভাবে Facebook থেকে ফটো ভিডিও Google Photos-তে স্থানান্তর করবেন, জেনে নিন পদ্ধতি

তালিবানকে নিষিদ্ধ করল ফেসবুক। শুধু তাই নয়, তালিবান সমর্থিত সবধরনের কনটেন্ট নিষিদ্ধ করা হয়েছে। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিবান বা তাদের কাজকে সমর্থন জানিয়ে কোনও কনটেন্ট ফেসবুকে শেয়ার করা হলে তা মুছে ফেলা হবে। তালিবান সম্পর্কিত কনটেন্টর উপর নজরদারির জন্য বিশেষ টিম তৈরি করেছে ফেসবুক।

Advertisment

আরও পড়ুন- ‘তালিবানদের বিশ্বাস নেই’, শান্তি-সুরক্ষার আর্জি নিয়ে কাবুলে বৈঠক শিখ ও হিন্দু নেতাদের

বিবিসি-কে ফেসবুকের মুখপাত্র বলেছেন, "'তালিবানকে আমরা জঙ্গি সংগঠন হিসেবেই দেখছি। মার্কিন বিপজ্জনক সংগঠন নীতির আওতায় আমরা তাদের নিষিদ্ধ করেছি। এর মানে হল, তালিবানের হয়ে যেসব অ্যাকাউন্ট রয়েছে, তা সরানো হবে। তালিবানের সমর্থনে যেসব পোস্ট করা হবে, সেগুলিও মুছে ফেলা হবে।"

আরও পড়ুন- ‘ক্ষমার’ পথে হেঁটে মহিলাদেরও সরকারে শামিল হওয়ার আহ্বান তালিবানদের

নিজেদের বার্তা তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাচ্ছে তালিবানরা। তাই তালিবান সম্পর্কিত কনটেন্টর উপর নজরদারির জন্য বিশেষ টিম তৈরি করেছে ফেসবুক। বিবিসি-কে ফেসবুক মুখপাত্র অএপ্রসঙ্গে বলেছেন যে, "ওই বিশেষজ্ঞ দল তালিবান সম্পর্কিত পোস্টের উপর নজরদারি চালাবে। এই দলে পাখতুন ও দারি জাতির লোক রয়েছেন, যাঁরা স্থানীয় ভাষা জানেন। ফলে তালিবানদের সমর্থনে পোস্ট করলে তা জানা যাবে এবং সঙ্গে সঙ্গে তা বাতিল করা হবে।।

আরও পড়ুন- ‘বিদেশিদের সম্মান করতে হবে, যত্রতত্র হামলা নয়’, যোদ্ধাদের নির্দেশ তালিবানের

তালিবানকে জঙ্গি সংগঠন হিসেবেই দেখছে ফেসবুক। বিবিসি-কে ফেসবুকের মুখপাত্র বলেছেন, "সংস্থা কোনও দেশের জাতীয় সরকারের স্বীকৃতি সম্পর্কে সিদ্ধান্ত নেয় না বরং আন্তর্জাতিক কর্তৃত্বকে অনুসরণ করে।"

আরও পড়ুন- ‘ভারতে পাঠানের কাছে বারে বারেই উগ্র ফোন’, সরকারি হস্তক্ষেপের আর্জি সীমান্ত গান্ধীর নাতনির

ফেসবুকের তরফে জানানো হয়েছে, এই নীতি ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ সহ সমস্ত প্ল্যাটফর্মের ক্ষেত্রেই প্রযোজ্য।

আরও পড়ুন- কখন তালিবানরা এসে মারবে, অপেক্ষায় বসে আছেন আফগানিস্তানের প্রথম মহিলা মেয়র

আফগানিস্থানজুড়েই তালিবানদের দাপট। ভয়ে কাঁপছে আফগানরা। ভুলুন্ঠিত মানবাধিকার। ধ্বংসের মুখে নারী নিরাপত্তা। গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। এই প্রেক্ষিতে এবার তালিবানদের বিরুদ্ধে পদক্ষেপ করল ফেসবুক।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Afganisthan Facebook Taliban Afganistan latest
Advertisment