করোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার বড়সড় পদক্ষেপ আমেরিকার। শিশুদের জন্য Pfizer-BioNTech-এর টিকার জরুরি ভিত্তিতে প্রয়োগে ছাড়পত্র জো বাইডেনের সরকারের। শুক্রবারই আমেরিকার দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) ফাইজারের করোনা টিকাকে জরুরি ভিত্তিতে প্রয়োগে ছাড়পত্র দিয়েছে। আমেরিকার প্রায় ২ কোটি ৮০ লক্ষ শিশুকে এবার দেওয়া হবে ফাইজারের করোনা টিকা। সব কিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহ থেকেই আমেরিকায় ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেওয়া শুরু হয়ে যাবে।
FDA-এর ভ্যাকসিন বিভাগের প্রধান ডঃ পিটার মার্কস বলেন, “শিশুদের রক্ষা করাই মূল উদ্দেশ্য। শিশুরা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মহামারীর জেরে শুধুমাত্র শারীরিক ক্ষতিই হচ্ছে এমন নয়, এটা মানসিক ক্ষেত্রেও চরম প্রভাব ফেলছে। শিশুদের মানসিক, সামাজিক বিকাশের ক্ষেত্রেও মহামারীর প্রভাব মারাত্মকভাবে পড়ছে।”
চিন-সহ বিশ্বের কয়েকটি দেশ ১২ বছরের কম বয়সী শিশুদের উপর করোনা টিকার প্রয়োগ শুরু করেছে। তবে অনেক দেশই Pfizer এবং সহযোগী সংস্থা BioNTech-এর তৈরি ভ্যাকসিনের দিকে তাকিয়েছিল। ইউরোপের একাধিক দেশ বাচ্চাদের করোনা টিকা প্রয়োগের ব্যাপারে বিবেচনা শুরু করে দিয়েছে। FDA-এর পদক্ষেপের পরপরই Pfizer শিশুদের ভ্যাকসিনের লক্ষ লক্ষ শিশি পাঠানো শুরু করার পরিকল্পনা করে দিয়েছে। জানা গিয়েছে, নির্দিষ্ট বয়সের বাচ্চারা তিন সপ্তাহের ব্যবধানে ফাইজারের টিকার দুটি শট পাবে।
আরও পড়ুন- দিওয়ালির আগে দৈনিক সংক্রমণের ওঠানামা জারি, একদিনে কমল মৃতের সংখ্যা
বিশ্বে করোনা অতিমারী ছড়িয়ে পড়ার পর শিশুদের নিয়ে দুশ্চিন্তা কম ছিল। বড়দের তুলনায় ছোটদের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা কম ছিল বলে প্রথমে জানিয়েছিলেন বিশেষজ্ঞদের একাংশ। তবে আমেরিকায় এখনও ৫-১১ বছর বয়সী বহু শিশুদের করোনা আক্রান্ত হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে মার্কিন মুলুকে ৮ হাজার ৩০০-র বেশি শিশু করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। FDA জানিয়েছে আমেরিকায় ৫-১১ বছর বয়সী ১৪৬ শিশুর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু পর্যন্ত হয়েছে।
Read full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন