/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/12/tornadoes.jpg)
ভয়ঙ্কর ঘূর্ণিঝড়
প্রকৃতির রোষে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কবলে গোটা রাজ্য। মারণ টর্নেডোর দাপটে ইতিমধ্যেই ৫০ জনের বেশি নিহত। একবার নয়, টর্নেডোটি বেশ কয়েকবার কেন্টাকির উপর পাক খেয়েছে বলে জানা গিয়েছে। আর তাতেই বিপদ আরও গাঢ় হয়েছে। শুক্রবার রাত ও শনিবার সকালের এই টর্নেডোয় লন্ডভন্ড গোটা কেন্টাকি। মার্কিন সংবাদ সংস্থা দ্য ওয়াশিংটন পোস্টকে এই খবর জানিয়েছেন কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার।
কেন্টাকির উত্তরপ্রান্তে ঝড়ের মাত্রা অনেক বেশি ছিল। নিহতদের মধ্যে অধিকাংশই সেদিকের। কেন্টাকির গর্ভনর জানিয়েছেন, টর্নেডোর প্রভাবে মৃত্যুর এই ঘটনা সত্যিই হৃদয় বিদারক। মৃত্যুর সংখ্যা ৭০ থেকে ৮০ ছুঁতে পারে বলে আশঙ্কা।
টর্নেডোর জেরে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়, তবে স্থানীয় জরুরি পরিষেবাগুলি সোশাল মিডিয়ায় এটিকে 'গণহত্যার ঘটনা' বলে অভিহিত করেছে। কেন্টাকিজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
বন্ধ যোগাযোগ ব্যবস্থা। অনেক জায়গাতেই ট্রেন লাইনচ্যূত হয়েছে। রাস্তায় গাছ ভেঙে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন।
Read in English
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন