Advertisment

ভিড়ে ঢুকে এলোপাথাড়ি গুলি, কাবুল বিমানবন্দরে পাল্টা গুলিতে নিহত বন্দুকবাজ

নিহত বন্দুকবাজ তালিবানি যোদ্ধা কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি৷

author-image
IE Bangla Web Desk
New Update
It was a tragic mistake, says United States on Kabul drone strike

কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

ফের অশান্ত কাবুল বিমানবন্দর চত্বর৷ সোমবার সকালে বিমাবন্দরের উত্তর গেটে আচমকা ঢুকে পড়ে এক বন্দুকবাজ৷ বিমানবন্দরে ঢুকেই এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে ওই বন্দুকবাজ৷ পাল্টা গুলিতে বন্দুকবাজের মৃত্যু হয়েছে৷ এরই পাশাপাশি আরও তিনজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে৷ আহতদের মধ্যে আমেরিকা ও জার্মান সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন৷ জার্মান সামরিক বাহিনীর তরফে টুইটারে জানানো হয়েছে, নিহত বন্দুকবাজ বিমানবন্দরে পাহারার জন্য মোতায়েন তালিবান যোদ্ধাদের মধ্যে একজন কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি৷

Advertisment

গত কয়েকদিনের মতো সোমবার সকালেও কাবুল বিমানবন্দরে হাজার-হাজার মানুষের উপচে পড়া ভিড় রয়েছে৷ আফগানিস্তান ছেড়ে পালাতে চাইছেন প্রত্যেকে৷ বিদেশিদের পাশাপাশি সেই ভিড়ে সামিল হাজার-হাজার আফগান৷ তালিবানি নৃশংসতার আতঙ্কে এক বস্ত্রেই দেশ ছাড়তে মরিয়া আফগানরা৷ চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি কাবুল বিমানবন্দরে৷ বিমানবন্দরে মোতায়েন রয়েছে কয়েক হাজার মার্কিন সেনা৷ এছাড়াও জার্মান সেনাবাহিনীর সদস্যরাও কাবুল বিমানবন্দরে মোতায়েন রয়েছে৷

আরও পড়ুন- পঞ্জশির দখলে মরিয়া তালিবান, যোগ্য জবাবে তৈরি মাসুদের বাহিনী

জার্মান বাহিনীর তরফে জানানো হয়েছে, তালিবানি শাসন থেকে পালানোর জন্য সোমবার সকালেও হাজার- হাজার আফগান এবং বিদেশিরা বিমানবন্দরে ভিড় করেন। ঠিক সেই সময়ে বিমানবন্দরে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে ওই বন্দুকবাজ৷ এদিকে, আফগানিস্তান থেকে নাগরিকদের সরানো জারি রেখেছে প্রতিটি দেশ৷ আমেরিকা, ভারত-সহ একাধিক দেশ প্রতিদিন আফগান মুলুক থেকে দেশে ফেরাচ্ছে নাগরিকদের৷

বিদেশি বিমানে চেপে আফগান মুলুক ছাড়ছেন সেখানকার বাসিন্দারাও৷ ভারতের পাশাপাশি আমেরিকা, ব্রিটেনে গিয়েও আশ্রয় নিতে দেখা যাচ্ছে অসহায় আফগানদের৷ এই আবহেই এবার অস্ট্রেলিয়া সরকারের তরফে জানানো হয়েছে, কাবুল বিমানবন্দরে উদ্ধারকাজে আমেরিকান সেনার পাশে থাকবে অজি সেনা৷ আগামী ৩১ অগাস্টের পরেও আমেরিকা কাবুল বিমানবন্দর থেকে উদ্ধারকাজ চালানো জারি রাখলে তাদের সহযোগিতা করবে অস্ট্রেলিয়ার সেনাবাহিনীও৷

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

Taliban Kabul Afganistan
Advertisment