Advertisment

নয়াদিল্লির কূটনৈতিক জয়, পাকভূমে ক্ষেপণাস্ত্র ইস্যুতে ভারতের সুরই আমেরিকার গলায়

ভারত এবং পাকিস্তান, দুই দেশই পরমাণু শক্তিধর। তাই দুই দেশের মধ্যে যুদ্ধ হলে, সেটা শেষ পর্যন্ত পরমাণু যুদ্ধের চেহারা নেবে।

author-image
IE Bangla Web Desk
New Update
MISSILEE new

পাকিস্তানের মাটিতে ভারতীয় ক্ষেপণাস্ত্র আছড়ে পড়া ইস্যুতে এবার মুখ খুলল মার্কিন যুক্তরাষ্ট্র। এটা দুর্ঘটনা ছাড়া অন্য কিছু, এমনটা ভাবতে নারাজ ওয়াশিংটন। শুক্রবারই পাকিস্তানের মাটিতে আছড়ে পড়ে একটি ভারতীয় ক্ষেপণাস্ত্র। তড়িঘড়ি বিষয়টি দুর্ঘটনা ছাড়া অন্য কিছু নয়, বলেই জানিয়ে দেয় নয়াদিল্লি। কিন্তু, সেকথা মানতে নারাজ পাকিস্তান। তারা এই ঘটনায় ভারতের থেকে বেশ কিছু জবাবদিহি তলব করে। সঙ্গে দরকারে যুদ্ধেরও হুমকি দিয়েছে ইসলামাবাদ।

Advertisment

তারপরই সক্রিয় হল মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ, ভারত এবং পাকিস্তান, দুই দেশই পরমাণু শক্তিধর। তাই দুই দেশের মধ্যে যুদ্ধ হলে, সেটা শেষ পর্যন্ত পরমাণু যুদ্ধের চেহারা নেবে। যাতে গোটা বিশ্বই ধ্বংস হয়ে যেতে পারে। একথা মাথায় রেখেই ওয়াশিংটন মুখ খুলল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাকিস্তান অবশ্য ইতিমধ্যেই জবাবদিহি তলব করে স্পষ্ট করে জানিয়ে রেখেছে তারাও পরমাণু শক্তিধর দেশ। সেই কারণে, ভারতের উত্তর ঠিকঠাক হওয়া চাই। একইসঙ্গে, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার ঘটনায় তারা যৌথ তদন্তও দাবি করেছে।

তবে, ভারতে এসে পাকিস্তানের প্রতিনিধিদের তদন্ত করতে দিতে নারাজ নয়াদিল্লি। একইসঙ্গে বিষয়টি যে নিছক দুর্ঘটনা, সেই তত্ত্বেও অনড় মোদী সরকার। মঙ্গলবারই এনিয়ে সংসদে বিবৃতি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কীভাবে ক্ষেপণাস্ত্র হানার মত এতবড় দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান। এই ঘটনার পরপরই বিভাগীয় তদন্তকমিটি গঠন করেছিল মোদী সরকার। সব খতিয়ে দেখে সেই তদন্তকমিটি তাদের প্রাথমিক রিপোর্টও জমা দিয়েছে। সেখানেই জানানো হয়েছে বিষয়টি নেহাতই দুর্ঘটনা। অন্য কিছু নয়।

আরও পড়ুন- কাশ্মীরে পণ্ডিতরা ধারাবাহিক ষড়যন্ত্রের শিকার, ফাঁস করেছে ‘কাশ্মীর ফাইলস’, দাবি প্রধানমন্ত্রীর

ঘটনায় দুঃখপ্রকাশও করেছে ভারত। নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় কারিগরি ত্রুটির জন্য ঘটনাটি ঘটেছে বলেই রিপোর্টে জানানো হয়েছে। আর, নয়াদিল্লির সেই বিবৃতিই শোনা গিয়েছে মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রাইসের গলায়। ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন বিদেশসচিব জানিয়েছেন, ৯ মার্চ এনিয়ে ভারত সরকার বিবৃতি দিয়েছে। সেখানে বিষয়টি দুর্ঘটনা বলেই জানানো হয়েছে।

Read story in English

India pakistan
Advertisment