করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হল ব্রিটেনে। প্রধানমন্ত্রী বরিস জনসন টুইটে এই খবর ঘোষণা করেছেন।
Advertisment
বিশ্বজুড়ে ত্রাস ওমিক্রন। রবিবারই দেশে ওমিক্রনের প্রকোপ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। সতর্ক হতে জাতির উদ্দেশে ভাষণও দিয়েছিলেন তিনি। আর তার ২৪ ঘন্টা না কাটতেই বিশ্বের প্রথম ওমিক্রন আক্রান্তের মৃত্যু হল ব্রিটেনে।
টুইটে সোমবার প্রধানমন্ত্রী জনসন লিখেছেন, 'দুঃখজনক হলেও ব্রিটেনে অন্তত একজন রোগীর ওমিক্রন সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে।'
গত ২৭ নভেম্বর ব্রিটেনে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছিল। সংক্রমণ রোধে তারপরই একাধিক বিধি-নিষেধ আরোপিত হয়। গতকাল, রবিবার প্রধানমন্ত্রী দেশবাসীকে বুস্টার টিকা নেওয়ার পরামর্শ দেযেছেন।
সে দেশের স্বাস্থ্য সচিব স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, , সাজিদ জাভেদ বলেন, 'করোনার ওমিক্রন রূপ দেশে দ্রুত গতিতে ছড়াচ্ছে। সংক্রমণের হার প্রতি দুই বা তিন দিনে প্রায় দ্বিগুণ, যা কার্যত আমাদের নজরে পড়ছে না। বর্তমানে করোনা আক্রান্তদের ৪০ শতাংশ ওমিক্রনে সংক্রমিত। এটাই দেশে তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত। আবারও ভ্যাকসিন বনাম ভাইরাসের মধ্যে এক প্রতিযোগিতার মুখোমুখি আমরা।'