Advertisment

তালিবান গ্রাসে আফগানিস্তান, প্রাক্তন প্রেসিডেন্টের ছেলেকে অপহরণ জঙ্গিদের

Afganisthan: প্রশাসনের তরফে জানানো হয়েছে, তালিবানি গোষ্ঠী এখনও পর্যন্ত দেশের প্রাদেশিক রাজধানীর মধ্যে ১০টিতে নিয়ন্ত্রণ কায়েম করে ফেলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Afghan blast At least 100 dead wounded many

আফগানিস্তানের পতাকা

Afganisthan: ভয়ঙ্কর অবস্থা আফগানিস্তানে৷ বৃহস্পতিবার আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্টের ছেলেকে গজনির প্রাদেশিক রাজধানী দখল করার সময় অপহরণ করেছে তালিবানি জঙ্গিরা। আফগান প্রশাসনের তরফে জানানো হয়েছে, তালিবানি গোষ্ঠী এখনও পর্যন্ত দেশের প্রাদেশিক রাজধানীর মধ্যে ১০টিতে নিয়ন্ত্রণ কায়েম করে ফেলেছে। তালিবানি গ্রাস থেকে আফগানিস্তানকে রক্ষা করতে রক্তক্ষয়ী সংগ্রাম চালাচ্ছে আফগান সেনা৷

Advertisment

আফগানিস্তান জুড়ে তাণ্ডব চালাচ্ছে তালিবান জঙ্গিরা৷ পরিস্থিতি যা তাতে করে আগামী তিরিশ দিনের মধ্যে আফগানিস্তানের রাজধানীর দখল প্রশাসনের হাতছাড়া হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে৷ আগামী নব্বই দিনের মধ্যে কাবুলের নিয়ন্ত্রণ তালিবান জঙ্গিদের হাতে চলে যেতে পারে বলে আশহ্কা করা হচ্ছে৷ এব্যাপারে এক মার্কিন প্রতিরক্ষা কর্তা মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে বলেছেন, এই মুহূর্তে আফগানিস্তানের একের পর এক জায়গায় দ্রুত আধিপত্য কায়েম করে চলেছে তালিবান জঙ্গিরা৷ শীঘ্রই সারা দেশে তালিবান শাসন প্রতিষ্ঠা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না৷ বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক এই মার্কিন কর্মকর্তা সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়াটাই তালিবানদের সুবিধা করে দিয়েছে৷

বৃহস্পতিবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের একটি প্রাদেশিক রাজধানীতে পুলিশের সদর দফতর দখল করেছে তালিবান। আফগান সেনাবাহিনীর সঙ্গে তালিবান জঙ্গিদের যুদ্ধ চলছে হেলমান্দ প্রদেশের সবচেয়ে বড় শহর লস্কর গাহে৷ তবে তালিবান জঙ্গিদের মোকাবিলা করতে রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়ে যাচ্ছে আফগান সেনাবাহিনী৷ প্রেসিডেন্ট আশরাফ ঘানি তার দেশের বিশেষ বাহিনীকে কাজে লাগিয়ে তালিবানের মোকাবিলায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷

এদিকে, কাবুলের পতন কার্যত অনিবার্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ আফগানিস্তান দখলে ঝোড়ো গতিতে এগিয়ে চলেছে তালিবান জঙ্গিরা৷ আগামী তিন মাসের মধ্যে কাবুলের দখল পুরোপুরি তালিবান জঙ্গিদের হাতে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ খোদ মার্কিন প্রতিরক্ষা দফতরের একটি রিপোর্টে এই আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে৷ আফগানিস্তানের একের পর এক প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালিবান৷ কুন্দুজের সেনাঘাঁটি ও বিমানবন্দরও এখন তালিবান জঙ্গিদের দখলে চলে গিয়েছে৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Taliban Afghanisthan former Afghan president US Force India-Afghan
Advertisment